![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
নারী দিবস
লুৎফুর রহমান
ম্যান মনে মানুষ এবং ওমেন মানে নারী
ডিকশনারির মতো কি আর মানতে এটা পারি?
নারীও মানুষ নারীর থেকে জীবনটা হয় শুরু
নারী হলেন সবার কাছে প্রথম জ্ঞানের গুরু
নারী যখন মা আমারই শেখায় প্রথম বুলি
এই নারীদের গুণটা বলো কেমনে সবাই ভুলি?
মুখের কথা নয় কেবলই প্রয়োগটা চাই কাজে
নারীর প্রতি শ্রদ্ধা জাগাও অমানুষরা আগে।
মা ও নারী বোনও নারী, বউও হলো নারী
ওদের ছাড়া একটি পলক চলতে বলো পারি?
নারীও মানুষ, মানুষ বানায় বলছি সবাই শুনো
ওই নারীদের মুখে যেন দাগ লাগেনা কোন।
---------------------------------------------------
নারী দিবস
লুৎফুর রহমান
মেয়ে কেন জন্ম দিবে
এমন একটি নালিশে
মারলো স্বামি বউকে নাকি
চাইপ্পা ধরে বালিশে।
যে নারীটা শেখায় বুলি
আগলে রাখে কোলে যে
ক্যামনে পাষাণ নারীর কদর
এক নিমিষে ভুলে যে।
নারীর দিবস বাস্তবতায়
প্রয়োগ খুব দরকারি
তাই প্রয়োজন জেগে ওঠা
শাস্তি কঠোর সরকারি।
২| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: দুটোই ভাল লাগল।
++++