![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শুদ্ধ হবার যুদ্ধে!
লুৎফুর রহমান
রোদবালিকা বোধ বালিকা, হলো এবার বেশ?
শুদ্ধ হবার যুদ্ধে যাবো গড়তে সোনার দেশ
দিনবালিকা ঋণ বালিকা করতে যাবো শোধ
আয় মিছিলে ডাক দিয়ে যাই যাচ্ছি আমি খোদ।
দেশবালিকা কেশ বালিকা এবার না হয় খোল্
শুদ্ধ হবার যুদ্ধে সবাই মুছবো সকল ভুল !
ঘর ছেড়ে আয় তুই
লক্ষ হাজার আসবে সাথে
আমরা গেলে দুই !
দ্যাখ্ বালিকা শেখ্ বালিকা সেই পুরণো কথা
আমরা যদি জাগতে পারি ভাঙবে নীরবতা
তাই বালিকা চাই বালিকা প্রতিবাদের সুর
আমরা পারি রাঙিয়ে দিতে দেশের নতুন ভোর।
২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫
লুৎফুরমুকুল বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
বিজন রয় বলেছেন: রোদবালিকা
বোধ বালিকা
দিনবালিকা
ঋণ বালিকা
দেশবালিকা
কেশ বালিকা
এ যে বালিকাদের সমাহার!!!
++++