![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বই আলোচনা
ভালবাসা ডটকম: লুৎফুর রহমানের ১০১টি প্রেমের পদ্ম
মনাক্কা নাছিম
'নিউট্রন, তুমি বোমা বুঝো, মানুষ বুঝো না'। এই অণুকাব্যের সাথে সবাই পরিচিত। ঠিক এমন অণুছড়াও আজকাল বাংলাদেশে খুব জনপ্রিয়। মাসিক মুকুল সম্পাদক তরুণ ছড়াকার লুৎফুর রহমানের ৫ম ছড়াগ্রন্থ এসেছে ১০১টি প্রেমের অনুছড়া নিয়ে। নাম-ভালবাসা ডটকম। বের করেছেন জুঁই প্রকাশ এর আজিজ ইবণে গণি। লুৎফুর রহমান যে একজন দক্ষ ও সফল ছড়াকার তার এ বইতেও তার ছাপ রেখেছেন স্পষ্ট। অণুছড়ায়ও দেখিয়েছেন মুন্সিয়ানা। 'নিউট্রন, তুমি বোমা বুঝো, মানুষ বুঝো না' এর মতো তার একটি ছড়া ২ লাইনের। এতে যে কোন পাঠককে আন্দোলিত করবেন সহজে। ছড়াটির নাম-স্বার্থপর। লিখেছেন-'এখন আমি তারতো পর/ কারণ শালা স্বার্থপর'। অন্তমিলের দক্ষ কারিগর এই অল্পকথায় যেন বোমা ফাটিয়েছেন। ঠিক এমন অণুছড়া আছে ১০১টি। বইটির প্রচ্ছদ করেছেন মুকুল মাহমুদ। আর উৎসর্গ করা হয়েছে ছড়াকারের স্ত্রী খালেদা রহমান কে। প্রচ্ছদটি আরো আকর্ষণীয় হওয়া উচিত ছিলো। কিন্তু ছড়াকারের সরল বয়ান থেকে বুঝা যায়, ২০০৭ সালে এই প্রচ্ছদ ছাপা করা হয়েছে। এটি তার প্রথম ছড়ার বই হবার কথা ছিল। কিন্তু মনের মাঝে ভয় কাজ করে তার, যদি ভাল ছড়া না হয়। এই ভয়ে ছাপাকরা প্রচ্ছদগুলো ব্যক্তিগত লাইব্রেরীতে রেখে দেন। এখন তার অন্য ৪টি ছড়ার বই বের হবার পর , মনে সাহস এলো আর এই প্রচ্ছদটি কাজে লাগালেন। আমার কাছে তার চিন্তাটা খুবই সৃজনশীল লেগেছে। এ জন্য তার আবেগ এর দাম শিল্পদামের চে' বেশি বলে মনে করি।
লুৎফুর রহমান একজন আধুনিক ছড়াকার। ছড়া শুধু ঘুম পাড়ায়না বরং ঘুম তাড়ায়ও। এ সংগ্রামের একজন সৈনিকও। তাই তার প্রতিটি ছড়ায় সমাজের চলমান বিষয়কে দক্ষহাতে ফুটিয়েছেন। সমাজের বিষয় নিজের মাথায় নিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন পাঠকের দুয়ারে। যেমন-তোমার কী সে সময় আছে /আমায় নিয়ে ভাব্বা/শপথ ছিল তোমার ছেলে/ডাকবে আমায় আব্বা/প্রেমের খাতায় দেখি এখন/পেলাম শুধু ডাব্বা ('ডাব্বা' শিরোনামের অণুছড়া, পৃষ্ঠা ১৩)। এখানে যেমন একজন প্রেমিকের হাহাকার বুঝিয়েছেন ঠিক অন্যখানে তিনি প্রেমিকার হয়ে বলেছেন-তোমার ছেলে এখন আমায়/ডাকে জানো খালা?লাগে বুকে আঘাত তখন/বাড়ে বুকের জ্বালা? (জ্বালা, পৃষ্ঠা ৬) কিংবা আবারো প্রেমিকার হয়ে বলেছেন-গেরাম থাকি লিখছি আমি/কুলছুমা/শহর গিয়ে ভুইলা গেলা/ফুল চুমা? আজকালকার প্রেমের এমন অহর্নিশ কথন তার ছড়ায় স্পষ্ট। তিনি মানুষের ভালবাসার জীবনকে নিজের করে নিয়েছেন। তাই নানারকম বলেছেন নানা কথায়। দেশের রাজনীতি নিয়ে এমন বলেছেন- আমার বাবা বিরোধী দল/ তোমার বাবা সরকারি/দেশটা কোথায় যাচ্ছে ওগো/ ভাবা টা কী দরকারি? কিংবা লিখেছেন- তুমি যখন কথায় কথায়/ রাগ করো/ নেতার মতো দেশটারে দু/ ভাগ করো/ হাসলে তুমি পাক-ভারত/লাগ করো' (রাগ, পৃষ্টা ১৩) । দেশের চলমান সংকটও তার ছড়ায় তুলেছেন সহজ ভাবে। যেমন: চাইবো আমি সাজা কার? জান জানালো তার বাজানও/ একাত্তরের রাজাকার' অন্যটায় এমন বলেছেন- তুমি আছো ছাত্রলীগে আমি করি শিবির/ আমরা দুজন হই শিরোনাম নিউজ পেপার টিভির'। এভাবে তার ১০১টি ছড়া-ই ভালবাসার চলমান বাস্তবতার। খুব মজার আর পাঠকমন জয় করারও। তিনি শুধু এক তরফা প্রেমিকাকে দায়ি করেননি বরং প্রেমিককেও দায়ি করেছেন সমতার সাথে। যেমন: মন দিয়েছি ক্ষণ দিয়েছি/মধুও দিলাম ধার আমি/ অবশেষে বুঝে গেলাম/ প্রেমিকতো নও হারামি। আবার অন্যভাবে- নামটি আমার লিখতো সখি/রিডিং রুম আর পুস্তকে/ ছল করে সেই করলো বিয়ে/ আমার প্রাণের দোস্তকে। সবচে' মজার ব্যাপার ভিণভাষার তিন অণুছড়ায় ইংরেজী, আরবী ও হিন্দী ভাষায়ও অণুছড়া লিখেছেন। সবমিলিয়ে এ বইটি শুধু তরুণ পাঠক নয় বরং ভালবাসাবাসির সব বয়সের মানুষকে টানবে।
তবে বইয়ের মুদ্রণজণিত কারণে লেখার ফন্ট তুলনামূলক ছোট। আরো ১ ফন্ট বড় হওয়া উচিত ছিলো। সবমিলিয়ে ১০১টি নীলপদ্ম সুনীল বলেছেন তাঁর কবতিার আর লুৎফুর ১০১টি প্রেমের পদ্ম দিয়েছেন ভালবাসা ডটকম নামের এ অনুছড়ার বইতে। বইটির বহুল প্রচার কাম্য।
ভালবাসা ডটকম
(অণুছড়ার বই)
লুৎফুর রহমান
প্রকাশকাল: বইমেলা ২০১৬
প্রকাশক: জুঁই প্রকাশ
প্রচ্ছদ: মুকুল মাহমুদ
লেখক: এডমিন, কবি ও কবিতার আসর।
©somewhere in net ltd.