![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
চিনছো তারে!
লুৎফুর রহমান
পেছন গেলে নিন্দা গীবত
সামনে এলে সালাম দেয়
তেল মারাতে গানের সিডি
হাবীব এবং বালাম দেয়।
চিনছো তারে? তোমার পাশে
চাই চেনা তাই দরকারি
একটুখানি মাংশটা খায়
খায় না তবু তরকারি।
হজুর-হুজুর ভজতে জানে
মজতে জানে পিরিতে
তেলের বোতল দিতে জানে
ইচ্ছে হলেই ফ্রি তে।
উনার পিছে সময় বুঝেই
তিনার কথায় তালি দেয়
অন্ধকারে মন্দটারেও-
তেলেতে চাঁদ ফালি দেয়।
২| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ অশেষ।
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭
বিজন রয় বলেছেন: সুন্দর প্রকাশ।
++++
৪| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৩২
কুতুব শাহ বলেছেন: মুনাফিকদেরতো চিনা যায় না
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
রুদ্র জাহেদ বলেছেন: ছন্দে ছন্দে সুন্দর প্রকাশ
+