![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
পরকীয়া
লুৎফুর রহমান
কত্তো ঘরে জ্বলছে আগুন
দাউ দাউ যে নরকিয়া
ভাঙছে সুখের ঘরটা এখন
কারণটা যে পরকীয়া।
মোবাইলে আর সোস্যাল নেটে
পরকীয়া বাড়ছে যে
কত্তো শিশুর মায়ের আদর
এই প্রেমেতে কাড়ছে যে।
থাকতে হবে হুঁশিয়ারে ভাই
বউ রাখবেন সাবধানে
তাইলে কিছু কমতে পারে
পরকীয়ার ভাব দানে!
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৩
যুগল শব্দ বলেছেন:
মোবাইলে আর সোস্যাল নেটে
পরকীয়া বাড়ছে যে
কত্তো শিশুর মায়ের আদর
এই প্রেমেতে কাড়ছে যে।
++
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
ami 100% hushiar hu
৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৮
বিজন রয় বলেছেন: থাকতে হবে হুঁশিয়ারে ভাই
বউ রাখবেন সাবধানে
তাইলে কিছু কমতে পারে
পরকীয়ার ভাব দানে!
সক কি বউয়ের দোষ??
৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
বিপরীত বাক বলেছেন: চুরিবিদ্যা মহাবিদ্যা
যদি না পড় ধরা।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
কানিজ রিনা বলেছেন: আপনিও সাবধানে থেকেন ভাইসু।