![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
জনোবল-মনোবল
লুৎফুর রহমান
নেই জনোবল
এই মনোবল
থাকলে
আসবে মানুষ
ভাসবে ফানুস
ডাকলে।
মূল পথে থাক
ভূল পথে ডাক
দিস্ না
রঙ দেখে তুই
সঙ এঁকে তুই
নিস্ না।
২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪২
বিজন রয় বলেছেন: নেই জনোবল
এই মনোবল
থাকলে
আসবে মানুষ
ভাসবে ফানুস
ডাকলে।
++++
৩| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
লুৎফুরমুকুল বলেছেন: চেষ্টা করেছি ছড়া নিয়ে নিরীক্ষণ করতে। এখানে ছন্দের কেলাও আদুনিক আর একবারে নতুন। আর ভাবটাও ঠিক রেখেছি। আমি তাই মনে করি। বাকিটা পাঠকের চোখে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২
সাগর মাঝি বলেছেন: মূল পথে থাক
ভূল পথে ডাক
দিস্ না
রঙ দেখে তুই
সঙ এঁকে তুই
নিস্ না।
কথাগুলি খবই যুক্তিক এবং ভাবনীয়।