![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
এই দেশে!
লুৎফুর রহমান
এই দেশেতে কতো মানুষ
এখনো যে বেকার
অনাহারেই মরছে কতো
খোঁজ নিবে কে কার?
কিন্তু দেশের টাকাগুলো
করলো চুরি হ্যাকার
আতিউরের পদত্যাগেই
আছে অনেক শেখার।
টাকাগুলো করতে কামাই
আছেন যারা ফরেন
লাশটি তাদের দেশে নিতে
সরকারি সব করেন।
আর কী আছে বাকি বলেন
দেশটাতে ভাই দেখার
কাঠগড়াতে দাঁড় করাবেন
আসল পাপী, মেকার।
২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৯
জ্যোস্নার ফুল বলেছেন: +++
আপনি হচ্ছেন উচিত কবি
৩| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
ৈতয়ব খান বলেছেন: হি হি হি
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১
বিজন রয় বলেছেন: এই দেশেতে কতো মানুষ
এখনো যে বেকার
অনাহারেই মরছে কতো
খোঁজ নিবে কে কার?
কেউ কারো নয়।