নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

স্মরণ: ড. জিসি দেব

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১২

১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহিদ হয়েছিলেন সিলেট, বিয়ানীবাজারের কৃতীপুরুষ মানবতাবাদী ড. গোবিন্দ চন্দ্র (জিসি) দেব। শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাঁকে।

------------------------------------------------------------------------------
শহিদ দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র (জিসি) দেব
লুৎফুর রহমান

ঢাবি গেলে দেখতে পাবে ভার্সিটির চারপাশে
মানবপ্রেমিক দার্শনিক এক লোকের ছবি ভাসে
জগন্নাথ হল দর্শন ভবন যাঁর স্মৃতিটা আছে
দেশজুড়ে তাঁর অনেক কদর সকল লোকের কাছে।

সে মানুষটি জিসিদেব যে আরতো নয় কেউ
যাঁর বুকেতে বইতো কেবল মানবতার ঢেউ
এক পৃথিবী একই মানুষ রক্তে একই গড়া
এ দর্শনে কাজ ছিলো তাঁর পড়ানো আর পড়া।

‘দর্শন সাগর’ উপাধিটা পেয়েছিলেন তাই
লাউতা গ্রামের সেই পুরুষের জুড়ি তো আর নাই
একাত্তরে দেশের বুকে যুদ্ধ হলো শুরু
দেশ-মাটিকে জাগিয়ে তুলেন দর্শনের এই গুরু।

পাকবাহিনী হত্যা চালায় বুদ্ধিজীবি ধরে
পঁচিশে মার্চ হামলা চালায় জিসিদেবের ঘরে
পাক সেনারা সবাই মিলে কাড়লো তাঁরি প্রাণ
যাঁর মুখেতে ছিলো মধুর কমলালেবুর ঘ্রাণ।

চিরকুমার দেবের আছে পালক ছেলে-মেয়ে
কাঁন্দে আজো তাঁরে স্মরে ছবির দিকে চেয়ে
হিন্দু ছেলে, মুসলিম মেয়ে পালন করেছিলেন
মানবতার গান গেয়ে দেব সেদিন মরেছিলেন।

-------------------------------------------------------------------------------
*শহিদ দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র (জিসি) দেব। বাড়ি লাউতা গ্রামে। আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদি এই মানুষটি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও জগন্নাথ হলের প্রভোস্ট। পাকিস্তানি হায়েনা আর তাদের এদেশিয় দোসররা হার নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবি নিধনে মেতে উঠে । ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে তাঁর বাসায় হামলা দিয়ে পাক হানারা রাজাকার দালালদের সহযোগিতায় নির্মমভাবে হত্যা করে তাঁকে। । তিনি মরণোত্তর একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৪

বিজন রয় বলেছেন: আর স্মরণ করে কি হবে!!!

২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১

অরূপ সরকার বলেছেন: জি সি দেব কে স্মরণ করব চিরদিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.