![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
পঁচিশে মার্চ একাত্তর
লুৎফুর রহমান
একাত্তরের পঁচিশে মার্চ
নিকষকালো রাতে
কী হয়েছে জানো তুমি?
আমাদেরই সাথে।
এমন করে প্রতিবাদের
রক্তে বাঁধে দানা-
কারা ছিল পাকের গোলাম
আছে নাকি জানা?
জানো জানো পড়ো পড়ো
শোধতে না হয় ঋণ
ন'মাস লড়ে আসলো দেশে
স্বাধীনতার দিন।
©somewhere in net ltd.