![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
পঁচিশে মার্চের দুটি ছড়া
লুৎফুর রহমান
এক.
একাত্তরের পঁচিশে মার্চ
নিকষ কালো রাতে
পাকহানারা হত্যা চালায়
রাজাকারের সাথে।
অপারেশন সার্চে তারা
হত্যা চালায় শুরু
ঢাবি মারে বুদ্ধিজীবী
দেশ জাগানি গুরু।
নিকষ কালো রাতে ছিল
রাক্ষুসেরই ছায়া
ন'মাসে দেশ স্বাধীন হলো
বুকে দেশের মায়া
আড়াই লাখ মায়ের ইজ্জত
প্রাণ তিরিশ ভায়া।
দুই.
একাত্তরের নিকষ কালো
পঁচিশে ওই মার্চে
পাকহানারা হত্যা চালায়
অপারেশন সার্চে।
দীর্ঘ ন'মাস পাকহানাদার
তিরিশ লাখ মারছে
সঙ্গে ছিল সব রাজাকার
যুদ্ধে যে না পারছে।
অবশেষে বীর বাঙালির
কাছে তারা হারছে
লড়াই টা সেই শুরু ছিল
পঁচিশে ওই মার্চে।
২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২
লুৎফুরমুকুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ। খুব সুন্দর মনহর ছড়া লিখার জন্য।