![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
নিখোঁজ সংবাদ
লুৎফুর রহমান
হারিয়ে গেছে আজকে দেখি শান্তি সুখ ও মমতা
দাদুর লাঠি কোথায় গেলো মুরব্বীদের ক্ষমতা?
হারিয়ে গেছে বিবাদ হওয়া গ্রামের মাঝে সমতা।
হারিয়ে গেছে মাছের সারি আমার দেশের নদীও
হাটবাজারে আলোর ঝিলিক এবং বসার গদিও
মেঠো পথের ঘাসরা কোথায় চলছি নিরবধিও?
হারিয়ে গেছে দেশে বোনা জামদানি ওই শাড়িও
শানবাঁধানো ঘাটের পুকুর খানদানি ওই বাড়িও
ভুলছি সবে সব ইতিহাস আমার নিজের নাড়িও।
হারিয়ে গেছে রাজার নীতি রাজনীতিয়ে নীতিও
মেধার লড়াই কই হারালো দেশের মাঝে প্রীতিও
এখন প্রথম কয়জনা ভাই সব জনা হয় দ্বিতীয়?
হারিয়ে গেছে মানবতা কাঁদছে তারাই চুপিয়ে
হারিয়ে গেছে গল্প সবই যা শোনাতেন ফুপিয়ে
কাপড় ধুঁতে আজো কাঁদে ধোপার বউ ধোপিয়ে?
হারিয়ে গেছে আদর্শ আর হারিয়ে গেছি আমিও
আদর্শ কী কাজে আসে কিংবা কোন দামিও ?
হারানো সব পেলে খুঁজে দেশের বুকে থামিও।
©somewhere in net ltd.