![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
চৌদ্দ শ' তেইশ
লুৎফুর রহমান
চৌদ্দ শ' তেইশ
এ বাঙালি জাতির বয়স কেমন আছে ফেইস?
বাঙালি কী লুঙ্গি পরে মাছ ও ভাত খেয়ে
বাঙালি কী ভরপুকুরে উদলা গায়ে নেয়ে?
বাঙালি নাম আনলে মুখে ধর্ম যদি যায়
থাকছো কেন কওনা তুমি বাংলা নামের গাঁয়?
নাকি তোমার বাংলা সবই গায়েতে চুলকায়!
ধুত্তুরি ভাই তোমরা দেখি হুদাই খালি ফালাও
বারোমাসের নাম জানোনা পঞ্জিটাও জ্বালাও
দোসরা বোশেখ থেকে আবার ভিন নাও চালাও
তোমার মনের পশুটারে বলবে এবার-পালাও?
বিশ্বমানব হতে গেলে বাঙালি হও আগে
এই বোশেখে সবার যেন একটু বিবেক জাগে
বাংলাটাকে রেখো মনে গভীর অনুরাগে!!
©somewhere in net ltd.