![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
অনেকদিন পর প্রেমের ছড়া লেখলাম। টাটকা
একটি মেয়ে
লুৎফুর রহমান
একটি মেয়ে হাসতে জানে
ঘন কালো চুল ছিল
খুব মায়াবি মুখ ছিল তার
নাকে আহা ফুল ছিল।
হাঁটছে দেখি গাঁয়ের পথে
কানে জবা দুল ছিল
তারই সাথে ঝুমকো লতা
হাসি মনে দোল ছিল।
চেহারা তার চেনাই লাগে
সাদাসিধে গোল ছিল
লবণ দিয়ে খাচ্ছে দেখি
হাতে উহু কুল ছিল।
পদ্মবিলে সেই মেয়েটি
লতা পাতা তুল ছিল
জেগেই দেখি স্বপ্ন ছিল
সে মেয়েটি ভুল ছিল।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++