![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
যদিও কাউকে বিশেষ কোন দিবসে ভালবাসার পক্ষে আমি নয়। তবুও আমার বাবা জীবনের প্রথম বাবা দিবস এবার। এখন টের পাই আমার আব্বা কতো ভালবাসছিলেন আমাকে। আমার জীবনে আব্বা আমার আদর্শ। আমার দেখা একজন সৎ, সরল আর সংস্কৃতিপ্রেমি মানুষ। আজ পৃথিবীর সকল বাবাকে শুভেচ্ছা, সেই সাথে নতুন যারা বাবা হয়েছেন বা যারা হবেন তাদেরকেও শুভেচ্ছা-
-----
আব্বা আমি বাপ হয়েছি
লুৎফুর রহমান
আব্বা আমি বাপ হয়েছি তাই তোমাকে বুঝছিও
তোমার আদর তোমার শাসন আজো আমি খুঁজছিও
তোমার হাতে প্রথম সবক তুমি আমার গুরুও
তোমার কাছে অ, আ, ক, খ করেছিলাম শুরুও।
তোমার হাতে হাঁটতে শেখা রাখতে বুকের মিনারে
রাখছো আজি খোকার মতো ওই না বুকের কিনারে
বাজছে বাবা তোমার দেয়া আমার বুকে বীণা রে।
আব্বা-
লালন পালন করতে খোকা ভাবছো ক্ষতি লাভ বা
ভাবলে পেতে জানি তুমি এক্কেবারে ডাব্বা
কারণ আমি পঁচা ছেলে জানি ভাল ভাব্বা।
বাপ হয়েছি মাপ পেয়েছি পাচ্ছি বাপের টের
বাসছি ভালো তবু তোমায় দিনে দিনে ঢের
আব্বা আমি তোমার খোকন হতাম যদি ফের
দৌড়ে তোমার কোলে যেতাম হতো না আর দের।
আব্বা তোমায় ভালবাসার নেই তো কোন দিন
জীবনজুড়ে আব্বা তোমার যায় থেকে যায় ঋণ।
২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৭
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ রাত ১:০৫
Ahsan mir বলেছেন: সুন্দর লিখেছেন