![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ফুলপরি, মেঘ ও কাঁশফুল
লুৎফুর রহমান
ফুলপরি গো চুল পরি গো একটু না হয় খোল
খোলা পায়ে আসবে বলে রেখেছি কাঁশফুল
মেঘের ভাঁজে তোর ছবিটা শুভ্র কোমল ভাসে
তোর কবিটা মেঘ হয়ে যে তোরে ভালবাসে।
ফুলপরি সই খোল পরি সই বন্ধ দুটি হাত
নদীর জলের রাশি দেবো ওই ছলাৎ ছলাৎ।
কাঁশফুলেতে আয়
ঘুরবো নিয়ে নৌকা করে
আমার সোনার গাঁয়।
মায়াবতি ছায়াবতি শুভ্র শাড়ি পরে
বের হবি তুই খেয়ার ঘাটে হাসবি মিটি করে
জোছনা তখন ঝরবে জানি তোর মধুর স্বরে।
রাখবি কথা মনে-
রঙধনু রঙ মাখবো গায়ে আমরা দুনু জনে।
ফুলপরি গো বউ
তোর ছোঁয়াতে কাঁশফুলেরা
ঝরায় দেখি মউ।
২| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ রাত ১২:২৯
নাজিয়া ফেরদৌস বলেছেন: কাঁশফুল কী বিশেষ কোন ফুল? না কি আমাদের পরিচিত কাশফুল? জানলে খুশি হব।