![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
চিরকুট
লুৎফুর রহমান
পরিণীতা!
বলছি শোনো ভাবছিলা যা
সেদিন আমি করিনি তা
তোমার বাপে বল্লো যা-তা
মনের কোণে ধরিনি তা
অটল ছিলাম তোমার আশে
রাস্তা থেকে সরিনি তা
কিন্তু তুমি হটলে কেন
আমি তখন মরিনি তা।
নন্দিনী ও নন্দিতা
জানলে তোমার বাপের নাটক
তুমি তখন মন দিতা?
আমার প্রেমে শক্ত হলে
বাপকে অমন পণ দিতা?
চলছে এখন ভাটিয়ালি
চলবে জানি উজান
আমগো পথে বাঁধা ছিল
তোমার মেঝো বুজান
টানছি ইতি তোমার প্রীতি
শুধু আমি রাখছি স্মৃতি
করছি দোয়া সুখে থেকো
সুখেরই হোক দোজা'ন।
২| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি কি কবিতা'ই লিখেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে