![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শেখ রাসেল
লুৎফুর রহমান
ঘাতকেরা একটি শিশু
পঁচাত্তরে মারছিলো
ছেলে জানো কার ছিলো?
জাতির পিতার ছেলে রাসেল
এবং ছেলে মা'র ছিলো।
একটি রাসেল সাইকেলে পা
পায়ে পায়ে চালাতো
ভাই বোনকে জ্বালাতো
মারলো ওরা কারণ সবাই
মীর জাফরের শালা তো।
মরেও কেউ বাঁচে-
শুভ্র কঠিন কাঁচে
তোমরা দেখো রাসেলরা আজ
মরে গিয়েও বাঁচে।
রাসেলরা তো মরে না
মন থেকেও সরে না
বাসলে ভালো রাসেলদেরই
মনটা তবু ভরে না।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, একটাই অনুরোধ, তলোয়ার দিয়ে দাঁড়ি চাঁছবেন না।