![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
'আমি তোমায় ভালবাসি'
লুৎফুর রহমান
কর্পোরেটের এই যামানায় চলছে হাজার নাটক
একটি বিষয় তুলবো ধরে পড়েন ছড়ার পাঠক।
রক্তে কেনা একটি দেশের লাল সবুজের পতাকা
ইংরেজিতে 'আইডি' বলে আরবীতে 'বতাকা'।
পতাকাতো পরিচিতি বিশ্ব সকল সংঘেতে-
বুঝবে সবাই বাংলাদেশী জন্ম আমার বঙ্গেতে।
লাল সবুজের দেশে আছে প্রাণজুড়ানো সংগীতও
গাইতে গিয়ে অনেক জনায় করছে নিয়ম লংঘিত!
কেউবা করে শর্ট করে খুব বলতে পুরো কষ্ট যে
করছে তারা ইচ্ছেমতো সোনার এ গান নষ্ট যে।
গানের শেষে মায়ের কথা জড়াই আছে মমতা
যেই কথারা জাগায় ছেলে বাড়ায় মনের ক্ষমতা
মায়ের বদন মলিন হলে নয়ন জলে ভাসার গান
দোহাই লাগে শর্ট করো না সোনার ভালবাসার গান।
আরো দেখি দাঁড়ায় ঠিকই গানটা বাজে মোবাইলে
এমন করে ও সোনাভাই দেশটারে তুই ডুবাইলে।
মুখে তোমার বলতে ওভাই লাগে নাকি শরম
ক্যামনে দাবি করো ওভাই দেশটা আপন পরম?
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৫
জীবন সাগর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন দেশ নিয়ে, ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৬
চাঁদগাজী বলেছেন:
দেশের কথা মনে হলে, মন যদি পুলকিত না হয়, সেখানে সমস্যা আছে