![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
পরবাসে ইতিবাচক বাংলাদেশ তুলে ধরা আমাদের দায়িত্ব। তা করার চেষ্টা সবসময়। এর মধ্যেও বাংলাদেশীদের কিছু নেতিবাচক বিষয় থাকে যা চাইলেও আমরা সংবাদে আনি না, নেহাত দেশপ্রেম থেকে। যেমন-হুন্ডি সহ আরো না বিষয়। কারণ আমাদের এসব সংবাদ অনূদিত হয়। একাত্তর টিভিতে প্রচারিত অনেক সংবাদ অনূদিত হয়েছে। এর আগেও তার প্রমাণ পেয়েছি বেশ কয়েকবার। আমি চাই না দেশের খারাপ বিষয় অন্যরা জানুক। বিশেষকরে আমিরাত সরকার আমাদের খারাপ বিষয় জেনে আমাদেরকে আরো ঘৃণা করুক তা চাই না। তাই এসব বিষয় লিখি না এটাও এক ধরণের দায় আমার এমন অনুভব করি। আমার মতো আরো অনেকে আছেন। তা ভাবেন, করেন। তাদের প্রতি শ্রদ্ধা। কিন্তু আমাদের কেউ কেউ না বুঝে এসব করে থাকেন এতে হিতে বিপরীতও ঘটে বেশি।
২| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
শামচুল হক বলেছেন: দেশের সুনাম ক্ষুন্ন হোক এরকম সংবাদ পরিবেশন না করাই ভালো।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
মাহের ইসলাম বলেছেন: বিদেশে যারা আছেন তাদের সবাই দেশের ভালো সংবাদে উৎফুল্ল হোন।
খারাপ সংবাদে মন খারাপ করেন, বিশেষ করে যখন অন্য দেশের কলিগরা নিন্দা করে।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: আপনি না চাইলেও ইংরেজী পত্রিকাগুলি সেই ঘৃনা ছড়ানোর কাজটি করে দিচ্ছে অবলীলায়।। কারন একটি বিশেষ উদ্দেশ্য!! কারা আছে এই পত্রিকাগুলির ম্যানেজমেন্টে, ভাবলেই বুঝে যাবেন।।