![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সালতামামি
লুৎফুর রহমান
সালতামামি সাল-
সারকারিদল পুকুর খেলো বিরোধিরা খাল
আমজনতা আমরা কাদের? না খেয়েও টাল!
সালতামামি সালতামি-
উন্নয়নে সরকারিদল
যেটা দেশের দরকারি দল
বিরোধিরা গালির পিছে
জ্বালায় পুরো গাল তামাম-ই।
দুই হাজার সতেরো-
আমার ছিলো উন্নয়নের ভালবাসার, মতেরও
তোমার বলি ভুলের পথিক রাস্তা মাপো পথেরও।
দুই হাজার আঠারো-
থাকুক জেগে ফুলপাখিরা ধানসবুজের মাঠ আরো
জানতে দেশের ইতিকথা করবে তুমি পাঠ আরো
এ বছরে থাকুক ভাল দেশের মানুষ ঘাট আরো।
বলছি সকল ডিয়ার
দুঃখ সকল যাও না ভুলে হ্যাপি নিউ ইয়ার ।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।