![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
(আজ দুবাইয়ের বৃষ্টি দেখে কাল্পনিক বৃষ্টিছড়া)
বৃষ্টি মেয়ে এবং ছিলো
লুৎফুর রহমান
রিমঝিমা ঝিম বৃষ্টি সেদিন
নদীর পাড়ে ঝরছিলো
সেই না পাড়ে এক যুবকের
ভাঙা খড়ের ঘর ছিলো।
আকাশদেশে ঘুড়ুৎ মেঘের
অন্ধ কালো সাঝ ছিলো
রিনিক ঝিনিক কানে তখন
একটা কিছু বাজ ছিলো।
দেখলো যুুবক একটি মেয়ে
বৃষ্টি দিনে নাচছিলো
নাচের সাথে পাখ পাখালি
ধানসবুজের গাছ ছিলো।
নাচের সাথে সেই মেয়েটি
মিষ্টি সুরে হাসছিলো
তার হাসিতে নদীর জলে
মুখটি চাঁদের ভাসছিলো।
সেই মেয়েটি নাচের পরে
চরে কিছু আঁকছিলো
চোখের তারায় যুবকটারে
আবার সে যে ডাকছিলো।
দেখতে গেলো বেলা তারই
খোলা তখন দোর ছিলো
খুঁজতে গিয়ে নদীর পাড়ে
তখন সময় ভোর ছিলো।
হাঁটে যুবক সেই মেয়েটি
যেথায় যেথায় হাঁটছিলো
এখন দেখে সেথায় নাকি
এক কৃষকের পাট ছিলো।
এখন যুবক খুঁজছে তারে
নদীর পাড়ে দাঁড়িয়ে
আসবে কবে সেই মেয়েটি
ডাকবে যে হাত বাড়িয়ে।
২| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
মীর সাজ্জাদ বলেছেন:
সেই মেয়েটির হৃদয় ভালো
আবার ফিরে আসছিলো
দুষ্ট যুবক মুখ ফিরেয়ে
আঝোর ধারায় কাঁদছিলো।
ভালো লাগলো অনেক।
৩| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
৪| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১০
ভ্রমরের ডানা বলেছেন:
পোস্ট করেছি: ৭৮৫টি
মন্তব্য করেছি: ১২৩১টি
মন্তব্য পেয়েছি: ২১১৭টি
ব্লগ লিখেছি: ৮ বছর ১১ মাস
ব্লগ দুনিয়ায় আপনি লিজেন্ড বচ....
৫| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনন্য রচনাশৈলী।
পোস্টে প্রথম লাইক। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৮ রাত ১২:৪০
কাইকর বলেছেন: আপনার কবিতাগুচ্ছ গুলা মনযোগ দিয়ে পড়লাম।শব্দচয়ন খুব ভাল লাগলো।চালিয়ে যান। শুভ কামনা রইলো। আমিও ছোটখাটো গল্পকার। সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।দাওয়াত রইলো। ধন্যবাদ।