![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সাংবাদিক হত্যা
লুৎফুর রহমান
হাজার খবর কবর দেশে
হাজার সাগর রুনীও
খাচ্ছে বাতাস ইচ্ছেমতো
মদদদাতা খুনীও।
সেই তালিকায় যুক্ত হলো
সাহসী মেয়ে নদীও
ভুলবো সবাই আগের মতো
মিছিল করি যদিও।
রাষ্ট্র তুমি পাষাণ কেন
কলম করো নিরাপদ
লেন্সে দেখি বারে বারে
কঠিন আসে ফির আপদ।
মরছে জাতির বিবেক
করবে ওরা কী ব্যাক?
হচ্ছে খবর , খবর যারা
রাত্র দিনে বানাচ্ছে
দোহাই লাগে দাও নিরাপদ
দেশ অনুরোধ জানাচ্ছে।
চাই না এমন চাই না
রাষ্ট্র কেন তোমার কাছে
সঠিক বিচার পাই না?
২| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২
বাকপ্রবাস বলেছেন: খুব দারুণ ও সময়পযোগী।
৩| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার।
আমি ভুলে গেছি, আপনি পাহাড়ের কান্না কিনা। দুঃখিত।
৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লজ্জা! লজ্জা!
জাতীর বিবেক আজ মৃত....
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার বাবাও একজন সাংবাদিক। মাঝেমাঝে চিন্তা হয় খুব বাবাকে নিয়ে। তবে আল্লাহ্ আছেন।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০
বিজন রয় বলেছেন: তো নতুন পোস্ট দেন একটা!!
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমি একটু আলাদা ভাবে বলি, বাংলাদেশে কতজন সাংবাদিক একদম সত্যটাই তুলে আনেন ?
৮| ২০ শে জুন, ২০১৯ দুপুর ২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট কই?
৯| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: এবার নতুন পোস্ট দিন পুরাতন ব্লগার!
১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর কবিতা।
আপনার নতুন লেখার অপেক্ষায় আছি। ভালো থাকবেন।
১১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
কায়েস মাহমুদ! বলেছেন: এই সমাজ ভাঙ্গতেই হবে
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।