![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
লুৎফুর রহমান
একটি লোকের ধৈর্য্যধারণ
কতো আছে দম বলো
তিরিশ হাতে পরাই যে দেয়
একটি দেখি কম্বলও।
তোলছে ছবি লাইভে সবি
যাবে পেপার টিভিয়ে
নড়ছে বলে খাচ্ছে ওরা
চোখ আর দাঁতে চিবিয়ে।
মান আর হুঁশে মানুষ হলে
মানুষ তাঁরে কম মানো
গরিব বলে নেই হায়া তাঁর
অত্তটুকুন সম্মানও?
প্রশ্ন রাখি বিবেকে--
দানের নামে চলছে যে সব
দায়টা বলো নিবে কে?
২| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা নিয়ে তো আমি লিখতে চেয়েছিলাম। অনেক ভালো লিখেছেন।
এটা নিয়ে তো আমি লিখতে চেয়েছিলাম। অনেক ভালো লিখেছেন।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮
অব্যক্ত কাব্য বলেছেন: সুন্দর লিখনী
৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন:
৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ সবাইকে অশেষ অশেষ।
৭| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনন্য রচনা। শুভকামনা রইলো অবিরত।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৯
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখনী ll