নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am anonymous

শেষ শ্রাবণ

শেষ শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

আমি ও অফিসের মেয়ে কলিগ

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

বাংলা নাটক আর তাহসানের গানের ভিডিওতে অফিসের মেয়ে কলিগের সাথে প্রেম দেখে আমিও মনে মনে আশা বেধেছিলাম যে আমিও ভবিষ্যতে মেয়ে কলিগের সাথে প্রেম করব। অতঃপর দীর্ঘ ৪ বছরের গ্রাজুয়েশন শেষে আমি লক্ষ্যের শেষ ধাপে। ইন্টার্ভিউর ডাক এলো ভালো মানের বেসরকারি প্রতিষ্ঠানে। আমিও খুশিতে আত্মহারা তবে ইন্টারভিউর ডাক পাওয়ার কারনে না, মেয়ে কলিগের সাথে প্রেমের মিশনে আরেক ধাপ এগিয়ে যাওয়াতে।যথারীতি সময় মতো গেলাম ইন্টার্ভিউ দিতে। হায় হায় আমার কপাল এত ভালো কিভাবে। অফিসের বিল্ডিং এ শুধু মেয়ে আর মেয়ে ।লিফটে আমার সামনে ১৫ জন মেয়ের লাইন। আমি তো মনে মনে খুশিতে টগমগ। এখানেই এত মেয়ে তাহলে অফিসে তো মেয়ে কলিগের অভাবই হবে না।কিন্তু হতাশ ইন্টার্ভিউ বোর্ডে কোনো মেয়েকে পেলাম না। হয়তো কাজে ব্যস্ত তাই আমার মতো গাধার ইন্টার্ভিউ নিতে আসে নাই ভেবে বাসায় চলে এলাম। ২দিন পর জানালো চাকরী হয়ে গেছে। ব্যস!!!!!!!!!! একবারে চুলের লেটেস্ট কাট দিয়ে এলাম। প্রথমদিন অফিসে গিয়েই একটা মেয়ে কলিগকে বাক্সবন্দী করতে হবে। কিন্তু প্রথমদিন অফিসে গিয়েই আমি ক্লিন বোল্ড!!! সারাদিনে অফিসের ভেতরে কোনো মেয়ে কলিগ তো দূরে থাক মেয়ে নাম বস্তুই দেখলাম না। নিজেকে উৎসাহ দিলাম যে আজকে মেবি সবাই ব্যবসায়িক কারনে বাহিরে মিটিং এ গেছে তাই কেউ নেই, নেক্সট ডেতে সিউর পাবো। এভাবে আমার ইনিংসের পর ইনিংস চলতে লাগলো কিন্তু কোনো মেয়ে কলিগের দেখা পাইলাম না। তবে সবচেয়ে বড় ধাক্কা খাইলাম ৬দিন পর যেদিন অফিসের ফ্রন্টডেস্ক পদবীটি অসুস্থতা থেকে ফিরে এলেন। হতভাগা যেখানে যায় সাগরও শুকিয়ে যায়।আমার ক্ষেত্রে এটা ১০০০% প্রযোজ্য। আমাদের অফিসের ফ্রন্ট ডেস্কও একজন পুরুষ কলিগ। এটলিস্ট এখানে একজন মেয়ে কলিগের আশা করেছিলাম। পরে উনাকেই বললাম “ভাই আমাদের অফিসে তো কোনো মেয়ে নাই কিন্তু এই বিল্ডিং এ এতো মেয়ে কিসের”। “ভাই বিল্ডিং একটা সুনাম ধন্য পার্লারের শাখা আছে। এছাড়া আরেকটা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি অফিসও আছে। তাই এতো মেয়ে। ”

আমার সাথেই কেনো এমন হয়!!!!!!!!!
না হলো সিএ এর সাথে প্রেম, না ডাক্তারের সাথে, না অফিস কলিগের সাথে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.