নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

শিক্ষা ও সামাজিক মঙ্গল

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:১২

শিক্ষা ও সামাজিক মঙ্গল
-----------------------------------

শিক্ষা বলতে সার্বিক অর্থে,
মানুষের মানবিক গুণাবলী যা সত্য ও সুন্দর কে জানতে ও বুঝতে সাহায্য করে।
এটি বিশ্বাস করা হয় যে শিক্ষা অর্জনের ফলে একজন মানুষ অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সমাজ পরিবর্তনে অবদান রাখবে ।

কিন্ত আমাদের সমাজে দেখা যায় শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে এর কুফল বিরাজ করছে,
যে হারে আমাদের যুবক যুবতীরা অবাধ মেলামেশা, অপরাজনৈতির ছোবল আর নেশার ঘোর অন্ধকারেই জীবন নাশ করে ফেলে তাতে কি আশাবাদী হওয়া যায় বরং একথা বলা যায় আমরা একটি অন্তসারশৃন্য জাতি গড়ে তুলছি।
যারা মোটেই একে অপরের ,অন্য দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল ও শৃঙ্খলাপরায়ন নয়।

ধরুন এই ফুটবল বিশ্ব কাপে পতিপক্ষ আছে বলেই খেলায় রস আছে,আছে জয়ে আনন্দ আর পরাজয়ে বেদনা,

বিপক্ষ আছে বলেই পক্ষের পথের ভুল গুলো ধরা পরে আর তাতেই সবকিছুই একটা ব্যালেনসড পর্যায় চলে আসে।
আমাদের দেশে বিরুদ্ধি মতের লোককে দমনের জন্য ছাএদের যেভাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় তা আসলেই হতাশাজনাক,

ইসলামের ইতিহাসে তায়িফের যুদ্ধে যখন মহানবী (সঃ) রক্ত ঝরছিল তখন আল্লাহ দৃত জিবরাইল (আঃ) পাঠিয়ে বললেন ইয়া রাসুলুল্লাহ আপনি চাইলে এই তায়িফেবাসীকে ধবংস করে দেয়া হবে
মহানবী তখন বললেন ইয়া আল্লাহ ওদের ধবংস করে দিলে আমি কাকে দাওয়াত দেব আর কে আপনার-ই-বা গুনগান গাইবে।

তাই ইসলামের এই মহান শিক্ষা থেকে আমরা ও
আমাদের আগামীর প্রজন্ম একে আপরের প্রতি সহনশীলতার মনোভাব দেখাবো ও সমাজিক মঙ্গলের নিমিত্তে সুহৃদ সহাবস্থান করবো
এটাই পত্যাশা।

রহমান লতিফ
লন্ডন, ০৩ জুলাই ২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩০

আখেনাটেন বলেছেন: শিক্ষার সাথে ন্যায় ও নীতি, আদর্শ ও মূল্যবোধ যুক্ত না থাকলে সেটা হয় কুশিক্ষা। আমরা বাংলাদেশিরা এখন বেশির ভাগই কুশিক্ষাই শিক্ষিত।

আর কুশিক্ষিত মানুষ যতই বড় পদে থাকুক না কেন তা ব্যক্তির নিজের উপকার হলেও সমাজের জন্য কোনো সুফল বয়ে আনে না। বরং সমাজ আরো পঙ্কিলতায় পর্যবসিত হয়। আমরা এখন এর ভিতর দিয়েই যাচ্ছি।

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪৭

বলেছেন:
ভাল বললেন,আপনি খুব তীক্ষ্ণ লেখক,

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন: শিক্ষা পাচ্ছি যত,সুশিক্ষা থেকে দূরে যাচ্ছি তত । এখনকার শিক্ষা অামাদের আলোকিত করছে না ,ঠিক ভাবে । ভাল একটা পয়েন্টে লিখেছেন । শুভকামনা থাকলো ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:০২

বলেছেন: আপনাকে ধন্যবাদ

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: যত দুর্নীতিবাজ আছে সব শিক্ষিত।
এখন কি বলবেন?

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

বলেছেন: Sir
আমি বলব তারা হলো শ্রী চাটন ঠাকুর,
তাদের কোন নৈতিকতা নেই'

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বলেছেন: ধন্যবাদ Sir

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২০

ইসিয়াক বলেছেন: Excellent bro................

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২১

বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.