নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

খোরাক

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩




অতি প্রাকৃতিক নিয়মে
উদ্ভিদকুল আর প্রাণীকুল,
সবকিছুই খোরাক চায়
বেঁচে থাকার পরমানন্দে।

কিন্তু, কখন ও কি ভেবেছি?
ক্রোধ, যন্ত্রণা, ঘৃণা
তাদেরও খোরাক প্রয়োজন।
যত বেশী সংক্রমিত ঠিক তত বেশী!!

স্বাভাবিক নিয়মে যে প্রিয়জন হারায়
সেজন বুঝে হারানোর অনুভৃতি,
নিরস্ত হয় না সহজাত আকুতি
আপন হৃদে বয়ে চলে তা নিরবধি।

যুদ্ধবিগ্রহ,মিথ্যা অজুহাত, ক্রস ফায়ারে
কারো লালসার শিকার হয়ে অতি সংগোপনে,
যে জন হারালো পিতা, পরিজন,আত্মজ
কে বুঝবে সে হারানো অনুভূতির তীব্রতা?

ভাই হারানোর বিভীষিকা কে বুঝবে?
বোনের বেদনাদগ্ধ হৃদয়ে কে দিবে সান্ত্বনা?
জননীর কলিজা ছেঁড়া আর্তনাদ কে শুনবে?
পিতার চিবুক চিড়ে পাহাড়সম দুঃখ কে ঘুচাবে?

অবুঝ শিশুমনের সবুজ তীব্র চিৎকার!!
কে দিবে ভালবাসার ললাটে চুম্বন?

ক্রোধের খোরাক একটু মানবিক বোধ
যন্ত্রণার খোরাক একটু ভাললাগার মন্ত্রনা,
ঘৃণার খোরাক একটু মায়াভরা কোমলতা
নেইতো এইসবের এতটুকু দুষ্প্রাপ্যতা।

বেশকিছু নয় একটি সহজলভ্য চাওয়া
উপশিত করতে মনের আজন্ম ব্যথা,
মানব হোক একে অপরের আত্মার খোরাক
ছুঁড়েফেল সব সুখেরকাঁটা আর অপবাদ।

হৃদয় দগ্ধ হয়ে উপচেপরা দুঃখ,যাতনা
আঁতে জমাটবদ্ধ স্তুপ স্তুপ ব্যাথা
ঢুঁকরে ঢুঁকরে করুণ শৃঙ্গার ফুঁকায়
হোক একটি স্বাভাবিক মৃত্যুর ফরমান।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:০৭

বলেছেন: সবিনয়ে কৃতজ্ঞতা

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: সময় হিসেবে আপনার পোষ্ট অনেক কম। আপনার কবিতা পড়তে ভাললাগে।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:২৪

বলেছেন: মৃৃল্যবান মন্তব্যের জন্য সাধুবাদ
অনুপ্রাণিত হলাম সুহৃদয়।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:২৯

সনেট কবি বলেছেন: বার বার পড়তেও ভাল লাগে। তবে কিছু বানান ভুল আছে।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

বলেছেন: আমি প্রায় এক দশক লিখি না,আমি চেষ্টা করছি,
নিদারুণ ধন্যবাদ

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

সনেট কবি বলেছেন:



আপনাকে নিয়ে চার লাইন লিখলাম, দেখি চৌদ্দ হয়ে যায় কিনা-

‘ল’ বললেন ব্লগার নিলাম খুশীতে
একমুঠি কবিতার শৌরভ যেথায়
পরতে পরতে আছে শরৎ শোভায়
বিবেকের তাড়নার কথা এ দূর্দিনে।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:৫০

বলেছেন: ধন্যবাদ

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:৫২

সনেট কবি বলেছেন: অবশেষে কবিতাটা হয়েই গেল।পোষ্ট দেওয়ার চেষ্টায় আছি। চোখ রাখবেন। প্রথম মন্তব্যটা কিন্তু আপনার চাই।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৫

বলেছেন: HA HA, You are very motivated, #RESPECT #LOVE

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতাটি অনেক ভাল লাগল ।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৫

বলেছেন: অনুপ্রাণিত হলাম

৭| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ লিখেছেন।

শুভ কামনা জানবেন।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি ও সংগঠক

৮| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:৩২

জগতারন বলেছেন:
অসাধারন কবিতা !
খুব ভালো লাগল আমার।
বার বার পড়লে কে যেন আরোও ভালো লাগে।

কবির প্রতি অভিন্দন ও জ্ঞাপন কড়ছি।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বলেছেন: ধন্যবাদ প্রিয়

৯| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.