নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

এ ভবের মায়ায়

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

এ ভবের মায়ায়
***************(গীতিকবিতা)

হাজার স্বপ্ন চোখে আর দেমাগ বুকে নিয়ে বেড়াই
লক্ষ ভাবনার ফানুস নিয়ে, সাধের সংসার সাজাই,
ক' দিন পরে কে খাবে এত কষ্টের সদাই কামাই?
ভবের মায়া ছেড়ে দিয়ে রবের মায়ায় মন মজাই।

বড় বড় ডিগ্রি নিয়ে,নিত্য সবে করছো বড়াই,
তড়িৎকর্মা সম্পদ নিয়ে মনের সুখে ঘুরে বেড়াই,
বাহাদুরির দীপন জ্বেলে অলীক সপ্নে গা ভাসাই।
গান-কবিতা,ধন-দৌলত আসলে সবি মিছাই,

ভবের মায়া ছেড়ে দিয়ে রবের মায়ায়--------(ঐ)

যেতে হবে একলা আধার ঘরে,নাই বাঁচার কুদরত
নিস্তব্ধ শহরে পড়ে রইবে, দুনিয়ার শান-শওকত।
বুজলে চোখ রাজ্য কি আর দেয় আলো?
আছে কি আর কোন সাঁই?
বুঝে না মন,ঐ কবর যে নিকষ কালো,
যেথায় হবে শেষ ঠাঁই।

ভবের মায়া ছেড়ে দিয়ে রবের মায়ায়--------(ঐ)

টাকার গরিমায় করি জীবনের মূল্য নিরূপন,
কেউতো নয় আমার তুল্য আমিই মহাজন।
কালো দিয়ে সাদা ঢাকি,এটাকে উত্তমপন্থা জানাই,
অনর্থক আশায় তবু বহুব্রীহি রূপে মন সাজাই।

ভবের মায়া ছেড়ে দিয়ে রবের মায়ায়--------(ঐ)


রহমান লতিফ

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৪

স্রাঞ্জি সে বলেছেন:
মুগ্ধতা প্রকাশ কবিতায় ++

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

বলেছেন: ধন্যবাদ অপার,,,শুভেচ্ছা একরাশ

২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক :)

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

বলেছেন: অনেক ভাললাগা দিয়ে গেলেন । ঈদ শুভেচ্ছা ।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



গানের কথা ও ভাব বেশ ভাল লাগল! রহমান লতিফ ভাই, ভালই সাজিয়েছেন!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:০১

বলেছেন: ধন্যবাদ প্রিয়

৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



রহমান লতিফ ভাই, আপনি তো দারুণ গীতি কবিতা লেখতে পারেন ৷ বেশ ভাল লেগেছে ৷ লতিফ ভাই ঈদের শুভেচ্ছা রইলো ৷

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১

বলেছেন: ঈদের শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় গুণী মানুষ,
ভালোবাসা আর আনন্দে জড়িয়ে থাকুক প্রতিটি প্রহর।
ঈদ মোবারক

৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: গীতিকা ভালো লেগেছে।

ঈদের শুভেচ্ছা।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০২

বলেছেন: অনেক ধন্যবাদ, ঈদ মোবারক ভাই

৬| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

বলেছেন: অনেক অনেক ভালোবাসা রইল


ঈদ মোবারক

৭| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভাল লিখেছেন প্রিয় কবি রহমান লতিফ।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

বলেছেন: ঈদ উল আদহা মোবারক ভাই আপনাকে এবং আপনার পরিবারকে।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ নুতন স্বাদের গীতিকবিতা।

ঈদ মুবারক, প্রিয় লতিফভাইকে।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

বলেছেন: প্রিয় লেখক,
এই ঈদে আপনার জীবন ভালবাসায় ভরপুর হোক।।
ভালবাসা অবিরাম।
ঈদ মোবারক

৯| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

স্বপ্ন কুহক বলেছেন: ভবের মায়া ছাড়াই মুশকিল হয়ে যায়
রবের মায়ায় মন সাজাতে পারে কজনায়

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

বলেছেন:
চলতে থাকে জীবন।
আলগোছে, আলতো পায়ে ।
মনের কার্ণিশ বেয়ে নিঃশব্দে
একদিন কামনা বাসনা হারায়
রবের মায়ায় মন সাজাতে পারে ক'জনায়
ঈদ মোবারক

১০| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বিজন রয় বলেছেন: এটা কি গান নাকি?

ভবের মায়া চোখ বুঝলেই শেষ।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

বলেছেন: এটা একটা ভাব

মন খুলে 'ক'টা কথা লিখি

আপনার মতো যদি লিখতে পারতাম!!!


ঈদ মোবারক প্রিয় কবি

১১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
না, মানে মন্তব্যের উত্তর দিচ্ছেন না কেন?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

বলেছেন: খবর নেয়াতে খুশি হলাম ।
বিজি ছিলাম ঈদের কারণে
অনেক ধন্যবাদ ও শুভকামনা

প্রিয় কবি প্রিয়জন আমার।
ঈদ মোবারক।

১২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: কামুর মত হয়ে গেলেন নাকি?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

বলেছেন: কামু কে?

ঈদ মোবারক জনাব।

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

বলেছেন:
নীলপরি-কবিতার কলি,
সুনিপুণ বুননশৈলি-
অপুর্ব শব্দশৈলীতে-
অনন্য লেখনী ।
চেনা চেনা রোদ্দুরে,
অচেনা রাস্তায়,
ভালোবাসার ফুটপাথে
পুরোণো সেই আমি-
তোমাকেই খুঁজছি।


প্রিয় কবি ঈদ মোবারক

১৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

বলেছেন: আশাকরি ভালো আছেন?
ভালো থাকবেন ।
শুভকামনা নিরন্তর,
ভালোবাসা অপার।
প্রিয় কবি আমার।
ঈদ মোবারক

১৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

বর্ণা বলেছেন: অলীক ফাঁকি যাকে বলে।সব ই করছি কিন্তু আসলে কি করছি কেউ বুঝতেই পারছি না।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

বলেছেন: সহমত

ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.