নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

মহান রবের খুঁজে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫১

(মতামতটা একান্ত নিজস্ব, কোরআনের নিম্নোক্ত আয়াতের বিপরীতে,)
...


আস্তিক নাস্তিক দ্বন্দ্ব; সদানন্দে ভুবন মাঝে,
ধর্মের ক্ষেত্রে বিভাজন,দীর্ঘায়িত পথে স্বরাজে।

ইসলাম সেতো কেচ্ছা কাহিনী,পৌরাণিক আবর্তনে,
ধর্ম বলতে কিছুই না সব কৃষ্ণগহ্বর আর বিবতর্নে।

শুনে সব যুক্তি পক্ষে আর বিপক্ষে-
মনে ভাঙন আর বিশ্বাসে ফাটল ধরে,
রব হলো নিরাকার,কিন্তু সবকিছু দেখেশুনে;
যাই করে বান্দা নির্জন কিংবা দিবালাকে।

জানলাম, পবিত্র রমজানে যখন শয়তান গৃহবন্দী থাকে,
বললাম,হে প্রভু! বলে দাও এ অবুঝ মনে তোমার উপস্থিতি বুঝিয়ে।

কে যেন শুধালো মোর কর্ণকুহরে!!
সবার আগে জান নিজেকে,কেমন দেহঘড়ি চলে?
ধিক্কার যে জন নিজেকে নাহি জানে-
নিকৃষ্ট সেজন যে রবের অবদান অস্বীকার করে
ভাবতে থাকি কে আমি? কেমনে সদা এ মন চলে?

নিজে নিজে প্রশ্ন করি?
ভাবনার শক্তি আসে যে মগজ থেকে তা কি মানুষ দেখতে পারে ?
কেউ যেন প্রতিউত্তরে বলে দেখতে পাও নি তো কি তাতো?
তার তো আকার, আয়তন ও অবস্থান আছে!
দেখা যায় আবার সিটিস্কেন যন্ত্রের সাহায্যে।

এমন হাজারো উদভ্রান্ত প্রশ্ন-উত্তর মাঝে-
উপশম হলো সব ব্যাথা -
যখন উত্তর খুজতে তনু মন নিথর হয়ে ওঠে,
দেখতে কি পাও তোমার রুহ যা তোমায় জীবন্ত মানুষের রাখে?
আছে কি তার আকার যে রুহ তোমাতে সদা বিদ্যমান আছে?
যায় কি দেখা তারে যাদু-যন্ত্র, ডাক্তার, কবিরাজে?
রুহ কি তোমায় করছে অনুসরণ নিশব্দে ক্ষণেক্ষণে?
দোলাচল মনটা হেসে -মগ্ন হলাম খোদা প্রেমে,
নিখিল রব কে পেলাম নিঃশ্বাসে- নিশ্চিত পথে।

রহমান লতিফ
লন্ডন, ২০১৮


কি পরিস্কার কোরানের বাণী তবুও কিছু আস্তিক নাস্তিক দন্দ
What a clear message from the holy Quran still there is people who deceive and divided over.
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
O man! What has made you careless about your Lord, the Most Generous?
Who created you, fashioned you perfectly, and gave you due proportion;
In whatever form He willed, He put you together.

Surah Infitar.... Al Quran.. Ayet ১-১০

মন্তব্য ৪৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৫

রাকু হাসান বলেছেন: ব্লগে এমন কবিতা কম আসে । স্রষ্টার প্রতি ভালবাসা নিয়ে কবিতা ভাল লাগেছে । শেষ স্তবকে পরিষ্কার করেছেন । আমরা যেন মনের মহান রবের খোঁজ পাই । আমার প্রতি উত্তর টা দেখার অনুরোধ রাখছি ভাইয়া :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮

বলেছেন: আপনার গঠনমূলক ও শক্তিমান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় @রাকু হাসান ভাই।অবশ্যই দেখবো।
ভালোবাসা আপনার জন্য অনেক ভালো বহুমাএিক প্রতিভাবান লেখক আপনি।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৯

পারেছ বিশ্বাস২২২২৭৪ বলেছেন: লেখকের কবিতা ভাল লেগেছে তবে আমি বিবর্তনে বিশ্বাসী, খোদার অস্তিত্ব বিশ্বাসের জন্য যে যুক্তি দেখালেন মুক্তমনারা এই যুক্তির কথা অনেক আগেই বলে দিয়েছেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১১

বলেছেন: আপনি শেষের নোটটা মনে হয় দেখেন নাই বা দেখেয় না দেখার মতো অবস্থা, যার যার ধর্ম যার যার কাছে

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, ধন্যবাদ সুন্দর পোষ্ট দিয়েছেন । আবারো ধন্যবাদ ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৮

বলেছেন: শ্রদ্ধাও ভালোবাসা নিবেন প্রিয় মাহমুদ ভাই, আপনার ডাবল ধন্যবাদেে প্রাণ টা ভরে গেল।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর, রব অনুভব ও তার অভিব্যক্তি ।
ভাবনায় একরাশ মুগ্ধতা । ++

অন্তরের বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় লতিফভাইকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

বলেছেন: আপনি মহান সেনাপতি
বিনম্র শ্রদ্ধা হে অগ্রজ

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, আমি চাঁদগাজী ভাইয়ের পোষ্টে একজন ব্লগারের কমেন্টে পাল্টা কমেন্ট করেছি “আমি প্যাগান, গড, ঈশ্বর, জিউস, আল্লাহ, শিব, ভগবান, সব মানি সব, কারন: - সব এক জনের নাম”।

নাস্তিকতা একটি মানষিক অসুখ, আমি আস্তিক মানুষ । ধর্ম সম্পর্কে আমার একজন প্রিয় শিক্ষক বলতেন “ন্যায় হচ্ছে ধর্ম, আর অন্যায় হচ্ছে অধর্ম” - স্রষ্টার ছোট একটি পরিচয় আমি নিজে, আমি নিজে তার সৃষ্টি । ভালো থাকুন, সুস্থ থাকুন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই, আপনি সত্যি একজন উঁচু মানের মানুষ, খুব দক্ষভাবে সমসাময়িক চিন্তাভাবনা লেখায় ফুটিয়ে তুলেন।
আপনার মঙ্গল কামনা করছি।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন, একটি সততঃ বিরাজমান প্রশ্ন ও ভাবনাকে কবিতার চমৎকারিত্বে উপস্থাপন করার জন্য এবং উত্তরের পথটাও দেখিয়ে দেবার জন্য। "নিখিল রবকে পেলাম নিঃশ্বাসে- নিশ্চিত পথে"।
রূহ স্রষ্টার একটি পবিত্র আদেশ। আদেশ দেখা যায় না, শোনা যায়। তাই রূহ আমরা দেখতে পাই না, স্রষ্টার আদেশে তার স্পন্দন ধ্বনি শুনতে পাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা আপনার বিচক্ষণ মন্তব্যের জন্য,আপনি অনেকের কাছেই একজন আদর্শ কবি ও ব্যাক্তি।
আপনার কাছ থেকে যেন পাই কবিতার দীক্ষা।
ভালো থাকবেন

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

মামুন ইসলাম বলেছেন: অনেকদিন পরে চমৎকার একটা কবিতা পড়লাম।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

বলেছেন: এত সুন্দর আবেগময় মন্তব্য ছোঁয়ে গেলো হৃদয়

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

বলেছেন: আপনার মন্তব্য অবশ্যই প্রেরণার উৎস

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

বলেছেন: নিজস্ব মতামত লেখলাম স্যার,
আপনাকে ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বন্দ্ব বানানটা ঠিক ক'রে নিয়েন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বলেছেন: টাইপো ঠিক করে নিলাম, অনেক ধন্যবাদ

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন কবি। শেষ পংক্তিতগুলোই সব পরিস্কার করেছেন, শুভ কামনা প্রিয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বলেছেন: শুভ্র বিকেল, আপনার মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞ।

ভাল থাকবেন

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।সহব্লগার ঠাকুরমাহমুদ আর খায়রুল আহসান স্যরের মন্তব্য ভালো লাগলো । ওনাদের সাথে একমত ।




এটা আপনার জন্য । শুভকামনা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

বলেছেন: নীল পরী- সোহিনী মানেই, ডিফরেন্ট টাচ৷
ধন্যবাদ আপনার নাম লেখা হোক কবি ও কবিদের ভুবনে

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আবু মুহাম্মদ বলেছেন: "নিখিল রবকে পেলাম নিঃশ্বাসে- নিশ্চিত পথে"।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

বলেছেন: ধন্যবাদ নিবেন আবু মুহাম্মাদ ভাই।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

আরোগ্য বলেছেন: সুন্দর উপলব্ধি । মুলত মানুষ অতিরিক্ত স্বাধীনতা পেলে নিজেকে নিয়মের ঊর্ধ্বে মনে করে।নাস্তিকতা তারই বহিঃপ্রকাশ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

বলেছেন: ভালো লাগলো আপনার সুন্দর ও সাবলীল যুক্তি, ভালো থাকুন সবসময়,

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: সুন্দর প্রতিমন্তব্য দেখে আপ্লুত হলাম । শুধু সুহানি হবে । ইটস ওকে।
অনেক ধন্যবাদ :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

বলেছেন: কারেকশন করে দেওয়ার জন্য কৃতজ্ঞ -- সু-হাসিনী , আপনার একজন একনিষ্ঠ পাঠক আমি, বলে রাখলাম

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: নীলপরি বা অন্য কেউ,
১২ নং মন্তব্যে উদ্ধৃত কোটেশনটির কি একটু বাংলা করে দেয়া যাবে? "মুকার' আর 'মৌলা' কথাদুটোর মানে আমি জানিনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

বলেছেন: মুকার' শব্দের অর্থ: প্রত্যাহৃত ---- WITHDRAWN, REVOKED ,

মাওলা' শব্দের অর্থ হচ্ছেঃ প্রভু, মনিব, বন্ধু, সাহায্যকারী, অভিভাবক, মিত্র ইত্যাদি

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, বুঝতে পেরেছি।
'মৌলা' শব্দটা আমাদের এখানে বহুল প্রচলিত 'মওলা' বা 'মাওলা' হতে পারে, এটা মন্তব্য পোস্ট করার পরে মনে হয়েছিল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: স্রষ্টায় মুক্তি!
ভাল লিখেছেন ল ভাই। +++

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: স্রষ্টায় মুক্তি!
ভাল লিখেছেন ল ভাই। +++

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: স্রষ্টায় মুক্তি!
ভাল লিখেছেন ল ভাই। +++

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: স্রষ্টায় মুক্তি!
ভাল লিখেছেন ল ভাই। +++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

বলেছেন: ঠিক তাই, আল্লাহ আমাদের বুঝার তওফীক দান করুন, আমিন

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: সরি নেটে সমস্যা করে যার কারণে একই মন্তব্য চারবার পোস্ট হইছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৬

বলেছেন: আপনার এমন উপলব্ধির সামর্থ্য কে সাধুবাদ জানাই।
ভালো থাকবেন।
নেটে এমন সমস্যা হয়েই থাকে।

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০

মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ কামনা জানাবেন

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

বলেছেন: অনেক অনেক শুভ কমনা প্রিয় ভাই

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

নজসু বলেছেন: ভাই, সালাম জানিয়ে গেলাম আপনাকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

বলেছেন: ওআালাকুমসালাম ভাই।ধন্যবাদ আপনার আগমনের জন্যে।

ভালো থাকবেন

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

প্রামানিক বলেছেন: চমৎকার একটি কবিতা। ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬

বলেছেন: প্রিয় ছড়াকার একা ভুরিভোজ করে তৃপ্তি নিলেন আর আমার ব্লগেে এসে কমেন্ট করে তৃপ্তি দিয়ে গেলেন।

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছবিটি দেখে ইচ্ছে করছে একবার জায়গাটি ঘুরে আসি। নিয়ে যাবেন? :P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

বলেছেন:


Friendship ❤

Where is the friend like you
Where such friendship
Will remember the world
Your my story ❤❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.