নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

নিদ্রাহীন রাত - কবি জেরার্ড ম্যানলি হপকিন্স

০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৫



কবি জেরার্ড ম্যানলি হপকিন্সের " গভীরভাবে ব্যক্তিগত ও এখনো সার্বজনীন আবেদন "নিদ্রাহীন রাত কবিতা "" কবি ১৮৮০ সালে আয়ারল্যান্ডে বসবাস কালীন সময়ে যখন দুশ্চিন্তায় ভুগছিলেন ঠিক তখনই এই কবিতাটি লেখেন। কবিতাটিতে হপকিন্সের দ্বান্দ্বিক ন্যায়ে বিশ্বাসী আত্ম-বিশ্লেষণ এবং আত্মা-সন্ধানের বিষয়ে প্রাণবন্ত চিত্র ও ভাষার শক্তিশালী ব্যবহারর ফলে নিদ্রাহীন রাতের বিবরণের একটি আন্তরিক কবিতা হিসাবে ভুয়সী প্রশংসা লাভ করে।

কবিতা- নিদ্রাহীন রাত-
মূল - জেরার্ড ম্যানলি হপকি্ন্স
ইংরেজী - Sleepless Night
--------------------------
আমি ঘুম থেকে জেগে ওঠে ,আলো নয়
অন্ধকারের পতন অনুভব করি,
কি ঘন্টা, হায় কি কালো ঘন্টা কটিয়েছি !
এই রাতে ! কি দৃশ্য হৃদয় দেখেছিলো !
কি পথে তুমি গিয়েছিলে..
এখনও অবশ্যই আরো আলোর দীর্ঘায়িত বিলম্ব।

আমি একিই কথা সাক্ষীর সঙ্গে বলি,
কিন্তু ঘন্টা বলতে আমি বলি বছর,
মানে জীবন এবং আমার-ই- বিলাপ,
যা অজস্র কান্নাকাটি করে, যেন একান্ত আপনজনকে মৃতের পাঠানো চিঠি
যে হায় ! সুদূরে আল্লাহর কাছে বাস করে !

আমি অবাধ্য ও আমার বুকে জ্বালা
আল্লাহর গভীর আদেশ মানতে আমার স্বাদ হতো তিতকুটে ; আমার স্বাদ ছিলো আমারই
আমার মধ্যে তৈরি হাড়,মাংসাল দেহ,রক্তে প্রবাহিত হয় বৃহৎ অভিশাপ,

আত্মকেন্দ্রিক আত্মা এক নিস্তেজ ময়দার মিশ্রণ ; আমি দেখতে পাই
যারা হারিয়ে গেছে তার এইরকম; আর তাদের শাস্তি হবেই হবে,
এই আমি যেমন আমার, তাদের ঘামে ঝরানো কৃতদাস ; কিন্তু খারাপ.
-------------------------------------------------------------------------
ফুটনোট --
কবি জেরার্ড মানালি হপকিন্সকে (২৮ জুলাই ১৮৪৪ - ৮ জুন ১৮৮৯) ভিক্টোরিয়ান যুগের সর্বকালের অন্যতম সেরা কবি বলে মনে করা হয় । তবে তার এই শৈলী সমসাময়িক কবিদের থেকে এতটাই ভিন্ন ছিল যে, তার জীবদ্দশায় তার শ্রেষ্ঠ কবিতাগুলো প্রকাশের জন্য গৃহীত হয়নি। এমনকি বিশ্বযুদ্ধের পর পর্যন্ত তার কৃতিত্ব পুরোপুরি স্বীকৃত ছিল না । হপকিন্সের জন্ম ও বেড়ে ওঠা তার পরিবারের সাথে ইংল্যান্ডের এসেক্স-এ। তারুন বয়সেই তার লেখালেখিতে শৈল্পিক প্রতিভা দেখা যায়। তবে হপকিন্স রোমান ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হলে তার প্রোটেস্টান্ট ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যান।পরবর্তীতবে তিনি পুরোহিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তার সব কবিতা পুড়িয়ে ফেলেন এবং বহু বছর লেখালেখি করেননি । ১৮৮৯ সালে তিনি টাইফয়েড হয়ে মারা যান, তার জীবদ্দশায় অপ্রকাশিত থেকে যায় তার সকল লেখা । হপকিন্স-এর মৃত্যুর প্রায় ৩০ বছর পরে তাঁর বন্ধু রবার্ট ব্রিজেস ১৯১৮ সালে তার কবিতাগুলির একটি সংস্করণ ছাপিয়েছিলেন। সময়ের সাথে অনেক কিছু হারিয়ে গেলেও কালি ও কলমে লিখে যাওয়া লিপিবদ্ধ স্বরলিপি মুছে যায় না।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৪৯

মুক্তা নীল বলেছেন:
ল' ভাই ,

এবার অনেকদিন পর পোস্ট দিলেন।আর আপনার
পোস্টে প্রথম কমেন্টেআমি, আলাদা ভালোলাগা ।
একনজর চোখ বুলিয়ে গেলাম ।নিদ্রাহীন রাত অনুবাদটি
পড়ে , সত্যি মনকে ভীষণভাবে নাড়া দিল।
অনেক শুভকামনা।

০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৪

বলেছেন: নির্ঘুম রাতগুলো কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
তবুও বহতা জীবনের পাল তুলে ধরি।।।


ভালো থাকুন, সদা গতিশীল থাকুন ।।

২| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: একজন মহৎ কবি।

০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৯

বলেছেন: আপনিও মহৎ আপনার কর্ম বলে।

ভালো থাকুন।।

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৬

ইসিয়াক বলেছেন: শুভকামনায় ...শুভসকাল ।

০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৯

বলেছেন: আপনার জন্য অশেষ শুভকামনা রইল।।।

ভালো থাকুন।।।

৪| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪১

জাহিদ হাসান বলেছেন: কবিতার ভাবার্থ খুবই কঠিন।

০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:০৩

বলেছেন: সময় করে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।।।

ভালোবাসা রইলো

৫| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনুবাদ কবিতাটি পড়ে মনে হলো অনেক প্রতিভাবান কবি ছিলেন।

০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:০৪

বলেছেন: জ্বী,আসলেই উনি অনেক শক্তিশালী কবি ছিলেন।


ভালো থাকুন।।

৬| ০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভিডিও লতিফ ভাই,

সত্যিই ভাবানুভবে অপূর্ব নিদ্রাহীন রাত। আপনার অনুবাদ কর্মের ফলে সুন্দর এই কবিতাটি পড়ার সম্ভব হয়েছে। ধন্যবাদ আপনাকে। তবে আজকের অনুবাদটি আপনাকে আরো একটু ভাবতে বলবো। কারণ আপনি ইতিপূর্বে এর চেয়েও প্রাঞ্জল অনুবাদ করেছেন।

অফুরান শুভেচ্ছা জানবেন।


০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:০৫

বলেছেন: ঠিক আছে স্যার,

আপনার কথাই সত্যি।।।
আরেকটু সময় নিয়ে চিন্তা করা উচিত ছিলো।


ভালো থাকুন ভাই।

৭| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি অবাধ্য ও আমার বুকে জ্বালাও অবাধ্য

০৬ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:০৬

বলেছেন: আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা --- ভালে নেয় হাতের লেখা।।।
এসো যদি বাস বাগানে চলবার হবে দেখা বন্ধু,,, আবার হবে দেখা ।।।



৮| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৪

এমজেডএফ বলেছেন: " নিদ্রাহীন রাত"-এর সুন্দর ভাষান্তরের জন্য ধন্যবাদ।

বিভিন্ন কারণে নিদ্রাহীন রাত সব মানুষের জীবনে কখনো কখনো আসে। অনেকে এইসব নিদ্রাহীন রাতের চিন্তাভাবনাকে কবিতার ভাষায় ব্যক্ত করে। তাই "Sleepless Night" - "নিদ্রাহীন রাত" শিরোনামে খ্যাত-অখ্যাত কবিদের অনেক কবিতা। এবার নিজের জীবনের " নিদ্রাহীন রাত" নিয়ে আপনিও একটি কবিতা লিখে ফেলেন।

God-এর ভাষান্তর 'আল্লাহ' না লিখে অন্য কোনো সমার্থক শব্দ (বিধাতা, ঈশ্বর) ব্যবহার করলে মনে হয় কবিতাটি আরো সার্বজনীন হতো। যদিও কবি হপকিন্স নিজেও ধর্মপরায়ন লোক ছিলেন।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:১৯

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,
আপনার মূল্যবান মন্তব্য সবসময় আলাদা ভালোলাগার।

হপকিন্সে নিজেই Alas।।।।( Who has gone to Alas) লিখেছেন তাই আমিও লিখে দিলাম .


ভালোবাসা রইলো।।

৯| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৫৪

আরোগ্য বলেছেন: হপকিন্সের লেখা পাঠ্য বইতে ছিল তবে মনে হয় তেমন একটা পড়িনি। আমার রবার্ট ফ্রস্ট আর শেলির কবিতা অধিক ভালো লাগে।

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:২০

বলেছেন: ভালোমন্দ সবকিছুই টুকটাক পড়তে হয়।।। এইতো পড়া হয়ে গেলো।


ভালো থেকে।।।। ধন্যবাদ

১০| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০০

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই,
কবিতা থীম ভাল লেগেছে। অরিজিনাল কবিতাটা পড়ি নি। অনুবাদ পড়ে ভাল লাগলো।
কাটিয়েছিলাম হবে।
যেহেতু অনুবাদ, আল্লাহ হবে না গড হবে? ভাবানুবাদ হলে না হয় আল্লাহ হতো!
বেশ কিছু জায়গায় বিরাম চিহ্ন এদিক ওদিক হয়ে গেছে। একবার দেখলেই ঠিক করে দিতে পারবেন।
ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ২:২১

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই।।।

আপনার ছোট্ট ছোট্ট টিপস অনেক দামী।।।।


ভালোবাসা রইলো।।

১১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: ল,





ঠিকই বলেছেন, সময় বদলে গেলেও কালি ও কলমের লেখা বদলে যায়না, হারিয়েও যায়না তার স্বরলিপি।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:০৮

বলেছেন: প্রিয় কবি,
পুরানো পোস্ট সময় করে এসে পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা।।


ভালো থাকুন।।

ঈদের শুভেচ্ছা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.