নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নুর আমিন লেবু। একজন ক্ষুদে ব্লগার। ব্লগিং ভালোবাসি, তাই ব্লগিং করি।

নুর আমিন লেবু

This is Nur Amin Lebu

নুর আমিন লেবু › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৫

আজ সেই সময়,
যে সময় টাতে,
তোমাকে ভীষন মনে পরছে।

এই সেই দিন,
যখন তোমার ভালবাসায়,
নিজেকে, পৃথিবীর সব থেকে বেশি সুখি মানুষ
মনে হত।।।

তোমার ভালবাসায়,
আমি ছিলাম অন্ধ।

কখনো বুঝতে পারি নি,
তোমার ভালবাসা ছিল অসত্য।

তুমি চলে গেছ,
আমাকে একা করে।।

তোমার চলে যাওয়াই,
আজ আমাকে বুঝতে শিখিয়েছে।।।।

তবুও আমি,
আজ ও তোমায়, অনেক ভালবাসি

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৪১

মুচি বলেছেন: সেই তুমি.... ভালো লাগল।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৫

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৪

তারেক সালমান জাবেদ বলেছেন: ভালোবাসা হলো জীবনের নদীর ভাটিতে ভেঁসে যাওয়া তরী!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০১

নুর আমিন লেবু বলেছেন:
তারেক সালমান জাবেদ বলেছেন: ভালোবাসা হলো জীবনের নদীর ভাটিতে ভেঁসে যাওয়া তরী!



-সত্যিই বলেছেন ভাই।।।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

উল্টা দূরবীন বলেছেন: কবিতার কথামালা কেমন ভাঙ্গা ভাঙ্গা মনে হলো। একটার সাথে আরেকটার তেমন মিল কগুঁজে পেলাম না।
শুভকামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

নুর আমিন লেবু বলেছেন: হুম ভাই।।
ধন্যবাদ, ভাল উপদেশ এর জন্য।।

এর পর থেকে, গুছিয়ে লিখতে চেষ্টা করব।

দোয়া করবেন আমার জন্য।।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

মাসুদ মাহামুদ বলেছেন: চিরন্তন শুভ কামনা।
ভাল লাগল..........

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর হয়েছে কবিতা । অনেক শুভকামনা রইল ।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৮

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ আপু।
আমি সামুতে নতুন।
আমার জন্য দোয়া করবেন।

৮| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: ভালবাসা বেঁচে থাকুক।
++++

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৮

নুর আমিন লেবু বলেছেন: জ্বী ভাই।।।
দোআ কইরেন,
পাশে থাইকেন :)

৯| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৩

মো: সোহেল রানা কুড়িগ্রাম বলেছেন: ভাগ্নে ভাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.