নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নুর আমিন লেবু। একজন ক্ষুদে ব্লগার। ব্লগিং ভালোবাসি, তাই ব্লগিং করি।

নুর আমিন লেবু

This is Nur Amin Lebu

নুর আমিন লেবু › বিস্তারিত পোস্টঃ

সামুতে ব্লগিং

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সামুতে নবীন মুই
নই যে মনে দিশেহারা,
বড় বড় ভাই আর আপু
সবি মোর প্রিয়জনা। :)

ব্লগে আসনু মুই
১ মাস আর কয়েকদিন,
দিন রাত পড়ি ব্লগ
নই কোন মুই; ভূত-জ্বীন। :P

পড়েছি "কি করি আজ ভেবে না পাই" ভাইয়ের ছড়া
নবীনের তরে যেন, শায়মা আপুনির অনুপ্রেরণা।

পড়া লেখা করছি
সবে মাত্র কলেজ,
সবাই মোর প্রিয় ব্লগার
অল্প বিদ্যা যে মোর;
নাই সেরকম নলেজ।।। :(


^সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ^

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ডাঃ মারজান বলেছেন: এগিয়ে চলুন, শুভ কামনা রইল।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: তেলমর্দন আর পদলেহন না কইরা আগায়া যান। হ্যাপি ব্লগিং

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

নুর আমিন লেবু বলেছেন: হা..হা...ওকে ভাই থ্যাংকস ফর ইউ’র এডভাইস

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সুমন আকরাম বলেছেন: শুভ কামনা!!

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ,
আমার জন্য দোআ করবেন

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ডঃ এম এ আলী বলেছেন: 'জল পরে পাতা নরে। থেকে আজকের বিশ্বকবি কবিগুরু, 'আমি বীর চীর উন্নত মমশীর' হতে আজকের আমাদের জাতীয় কবি নজরূল, সিপির ধারে বাঘ এসেছে হালুম হুলুম করে, মানুষ গরু পালাই পালাই করে' থেকে যেমনি করে শামসুর রহমানরা উঠে এসেছেন ঠিক তেমনি ভাবে তোমার কবিতার চরণ -
'সামুতে নবীন মুই
নই যে মনে দিশেহারা ,
যেন তোমাকে নিয়ে যায় বাংলা কব্যের মহাভুবনে , তুমি যেন দিশেহারা না হও । তোমার প্রতি আশির্বাদ কাব্যের মহাকাশে উদয়ের জন্য, আর সামুকে সাধুবাদ কবিতার জগতে প্রবেশের লক্ষে এরকম একটি প্লাটফরম সৃজনের জন্য ।

১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

নুর আমিন লেবু বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য, আমার জন্য দোআ করবেন

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানলুম পড়লুম
স্বাগত হে নবীন;
নিজে হও আলোকিত
সামু করো রঙীন।

বড় ছোট কিছু নয়
মেধা হেথা মুখ্য;
লিখে যাও মন খুলে
সহজিয়া পাঠসুখ্য।

তোমা তরে শুভাশীষ
বেশি বেশি পড়;
বাঘা বাঘা লেখকেরে
স্রেফ ফলো কর।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

নুর আমিন লেবু বলেছেন: ভাই, তোমারি কমেন্ট পড়ে,
হলুম আমি মুগ্ধ;
দিলে মোরে অনুপ্রেরণা
লিখব হাজার হাজার, ছড়া আর কবিতা।

বাঘা বাঘা ব্লগারের
পোস্ট গুলি পড়ব,
ফলো যেন করব
আর কাব্য লিখব।

ভাই, পরিশেষে বলি
আমারে দোআ করিও,
পুঁচকে, ছোট মুই
কেয়ারিং রাখিও।।।।

৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:২১

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ ভাই।। ;)

৭| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৮

মিজানুর রহমান মিরান বলেছেন: পদচারণা শুভ হোক।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৩

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ ভাই,
দোয়া করবেন।।।

৮| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: গুড

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

নুর আমিন লেবু বলেছেন: ধন্যবাদ ভাই *রাখাল।।।

৯| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

বিজন রয় বলেছেন: দোয়া রইল।

শুভব্লগিং।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

নুর আমিন লেবু বলেছেন: জ্বী ভাই, আপনাদের অনুপ্রেরণায় আমাদের পথ দেখায়।

১০| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: লেবু ভায়া ছড়াকার যদি হতে চাও
আজ থেকে রোজ রোজ ছড়া লিখে যাও।
হাতা, মাথা ছাতা কিবা কাঁথাই বা খাতা
মাথাতে যাহাই আসে লিখে দেবে যা তা।
ভাববে না কি বা হলো তার কোনো ভুল
চোখ মেলে চেয়ে রবে যেন কোনো ফুল
ফুটিয়াছে তোমারি এ ব্লগেরই পাতাতে
দেবেনা কখনও কান হিংসুটে কথাতে।:)

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

নুর আমিন লেবু বলেছেন: শায়মা আপু
সত্যি বলছ তুমি?
আজ থেকে শুরু লেখা
মনে তে যাহা আসে; হাবিজাবি। :-)

তুমি আপু
দিলে প্রেরণা,
মাথাতে যাহাই আসুক;লিখব তাহাই
যা তা ভাবুক নিন্দুকেরা।

দোয়া করিও আমারে
হাবিজাবি তে,
ফুটিয়া উঠুক ছড়া
আমারি ব্লগ পাতাতে। ;-)

যাহ্ বলছ
যাহাই দিলে অনুপ্রেরণা,
শুনবো না কোন কান কথা;
যে যাই হিংসে করুক
ছড়াতে আমার ব্লগ ফুটিয়া উঠুক।। :) ;)

১১| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

গেম চেঞ্জার বলেছেন: লেবুটা যেন তরতাজা থাকে সেই কামনা করি আমি সেই কামনা কর...... :P

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

নুর আমিন লেবু বলেছেন: ফরমালিন ছাড়া তরতাজা থাকা খুবই কঠিন, আমি কখনো ফরমালিনকে আমার জীবনের সাথে মিশতে দিব না, তাই তাজা থাকতে পারব কি না তা উপর আল্লাহ’ই জানেন। আল্লাহ তাআলা যত দিন প্রাকৃতিকভাবে তরতাজা রাখে ততদিন..........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.