নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নুর আমিন লেবু। একজন ক্ষুদে ব্লগার। ব্লগিং ভালোবাসি, তাই ব্লগিং করি।

নুর আমিন লেবু

This is Nur Amin Lebu

নুর আমিন লেবু › বিস্তারিত পোস্টঃ

ময়দা মাইয়া প্লাস ছেঁচরা পোলা

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

রাস্তা ঘাটে পথে মাঠে
যেদিকেই তাকাই
সবিদিকে ময়দার পয়দা (ময়দা মাখা মাইয়া)
একটিও সুন্দরী নাই।

চুল গুলো ঢং করে
হরকরকম স্টাইলে
মুখেতে ময়দা মেখে
চলে রাস্তা ঘাটে

তাই না দেখে ছেঁচরা ভাইরা
বাজায় ঠোঁটে শিস
গায়েতে একটু ধাক্কা লাগলেই
তুই ব্যাটা বখাটে; দিমু পুলিশে নালিশ

পোলাপাইনে কম যায় না
সবি গাঁজা খোর
তাদের জ্বালায় ময়দা আপুরা
হাঁটতে পারে না গলির মোড়

কি আর বলব?
রাস্তাঘাটের আজ এই পরিস্থিতি
পোলা মাইয়া সবারি দোষ
হুদাই মারে টিটকেরি।।।


মাথাতে যাহাই আসুলো
লিখনু যা তা ছাঁই
ভুল ত্রুটি কিছু হলে
ক্ষম মোরে সবাই

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

বিজন রয় বলেছেন: শিরোনাম ভাল হয় নাই।

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

নুর আমিন লেবু বলেছেন: ওকে।।। ধন্যবাদ ভাই,
শিরোনাম টি কি দিলে ভাল হত? মতামত চাই, প্লিজ

২| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

বিজন রয় বলেছেন: শিরোনাম দিন............

রকম-সকম স্টাইল........... এই ধরনের।

কবিতাটির থিম অনুযায়ী আমার এমটাই মনে হয়েছে।

ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২

মিজানুর রহমান মিরান বলেছেন: এটাই তো বর্তমান স্টাইল।
বেশ বিদ্রুপ!

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

নুর আমিন লেবু বলেছেন: হুস, বর্তমান স্টাইল

৪| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মাহবুবুল আজাদ বলেছেন: কি আর করা। 8-|

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

নুর আমিন লেবু বলেছেন: কিছুই করার নাই রে ভাই।।
এটাই, বর্তমান স্টাইল, লাইন মারার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.