নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নুর আমিন লেবু। একজন ক্ষুদে ব্লগার। ব্লগিং ভালোবাসি, তাই ব্লগিং করি।

নুর আমিন লেবু

This is Nur Amin Lebu

নুর আমিন লেবু › বিস্তারিত পোস্টঃ

ব্লু হোয়াইলের - সঠিক তথ্য

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩২



ব্লু হোয়েল ( Blue whale ) চ্যালেন্জ
খেললেই নিশ্চিত মৃত্যু

আমি এটিকে গেইম বলবো না, কারন এটি একটি চ্যালেন্জ।

"ব্লু হোয়াইল খেলে বাংলাদেশী কিশোরীর মৃত্যু" এই শিরোনামে কয়েকদিন থেকে অনেক নিউজ দেখে আসছি।
নিউজ টা সত্য কি না, এটার দেখে অনেকেরই ভ্রুক্ষেপ নেই।
কেননা, ব্লু হোয়াইলের কোনো ট্যাস্কেই (লেভেল) বলা নাই যে, ফ্যানের সাথে ওরনা প্যাচিয়ে আত্মহত্যা করতে হবে।
তবে, সবার উদ্দেশ্য যে মানুষকে এই চ্যালেন্জের ভয়াবহতা বুঝিয়ে দূরে রাখা, এটিকে সমর্থন জানাই।

আগে জানা দরকার, ব্লু হোয়াইল চ্যালেন্জ কী?

' ব্লু হোয়েল ' বা Blue whale এর অর্থ নীল তিমি । নীল
তিমির এক ধরনের প্রজাতি আছে যারা নিজেরাই আত্মহত্যা করে।
সেকারনেই এই চ্যালেন্জের নাম রাখা হয়েছে ' Blue whale challenge ' বা
নীল তিমির চ্যালেন্জ।

গেইম টি কোথায় পাবেন?



অ্যাপ স্টোর , প্লে স্টোর , ইন্টারনেট বা গুগল
কোথাও খুঁজে পাবেন না এই ' ব্লু হোয়েল 'চ্যালেন্জ।
কারন, এই ব্লু হোয়াইল চ্যালেন্জের অফিসিয়াল কোনো App বা Apk ফাইল নেই।

তাহলে কোথায় পাবো? অনেকের মনে এটি আসতে পারা স্বাভাবিক।
অবার অনেকের ধারনা, এটি ডার্ক ওয়েবের গেইম।

আরে ভাই, এক মিনিট থামেন।
ব্লু হোয়াইল কোনো গেইম নয়।
এটি একটি চ্যালেন্জ।
ব্লু হোয়াইল ডার্ক ওয়েবের গেইম নয়।
এটি ডার্ক ওয়েবেও নেই।

ভাই, তাহলে আছে টা কোথায়?
এবার এক মিনিট মনোযোগ সহাকারে পড়েন।

কয়েক মাস আগে ভারতে এক কিশোর ব্লু হোয়াইল চ্যালেন্জ খেলে উঁচু বিল্ডিং এর জানালা থেকে লাফ দিয়ে সুইসাইড করে।
যেটি ছিল তার ৫০ তম বা ফাইনাল ট্যাস্ক। সে কি তবে, ব্লু হোয়াইল ডার্ক ওয়েব থেকে পেয়েছে?
না ভাই!

ডার্ক ওয়েবে অনেক খুঁজেও আমি ব্লু হোয়াইলের কোনো লিংক পাই নি।
কারন, ব্লু হোয়াইল ডার্ক ওয়েবে নেই।

কিন্তু অনেকেই বলে ব্লু হোয়াইল ডার্ক ওয়েবে আছে, কিন্তু সেটি ভুয়া তথ্য। ব্লু হোয়াইল যে ডার্ক ওয়েবে নেই সেটি এই ভিডিও https://youtu.be/apgFsgcltH8 দেখলে বুঝতে পারবেনস

এ এ এ কেমনে সম্ভব?
তাহলে আছে টা কোথায়??

ব্লু হোয়াইল আমাদের আশেপাশেই আছে।
ব্যাপারটা অনেকের কাছেই হাস্যকর লাগতেই পারে। তবে, আমার পুরো লেখাটি পড়লে আপনি সব কিছুই সঠিক জানতে পারবেন।



' ব্লু হোয়েল ' গেমটি ৫০ টি ট্যাস্কে বিভক্ত ।
২০১৩ সালে তৈরি হয়েছিলো গেমটি , কিন্তু ২০১৫
সালে VK. com নামক সোশ্যাল মিডিয়ায় তুমুল
জনপ্রিয়তা পায়।

Vk আবার কি?
vk হচ্ছে রাশিয়ান একটি কমিউনিটি সাইট। যার পুরো নাম Vkontakte।

ফেসবুক, টুইটার ইত্যাদি রেখে ভি.কে তে কেনো এটি?
কারন, এই চ্যালেন্জটির মূল উদ্দেশ্য ছিল হতাশা গ্রস্ত সাইকো দের রাশিয়া থেকে নিশ্চিহৃ করে দেয়া।
এক কথায় আগাছা পরিষ্কার করা।
তাই, রাশিয়ান কমিউনিটি সাইট থেকে এটির যাত্রা শুরু।



আগেই বলেছি, ব্লু হোয়াইলের কোনো এ্যাপ বা লিংক নেই। কিন্তু খেলবো কিভাবে?

ব্লু হোয়াইল চ্যালেন্জটি গ্রহণ করতে হয়, vk.com এর ডেথ গ্রুপের মাধ্যমে।
কিন্তু আপনি কখনোই এখানে VK.com/blue-whale ঢুকতে পারবেন না।
Vkontakte রাশিয়ার একটি পপুলার কমিউনিটি সাইট।

vk.com এ ব্লু হোয়াইল সম্পর্কিত আমার পোস্ট লিংক - https://vk.com/wall445332804_3

ডেথ গ্রুপ কি? কিভাবে কাজ করে?


ডেথ গ্রুপ হচ্ছে ব্লু হোয়াইল পরিচালনাকারী গ্রুপ। যাদের অবস্থান Vkontakte কমিউনিটি সাইটে।
তারা প্রথমেই খুঁজে দেখে যে, কারা কারা মানসিক ভাবে অসুস্থ ও সাইকো টাইপের। অনেকেই আছেন যারা ফেসবুকে পোস্ট করেন "আমার লাইফ বলতে কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছি"।
ডেথ গ্রুপ Vkontakte থেকে এরকম ছেলে মেয়ে দের টার্গেট করে এবং এই টাইপের ছেলে মেয়েদের তাদের ডেথ গ্রুপে জয়েন করিয়ে নেয়।


ব্লু হোয়াইল চ্যালেন্জটি Vkontakte এর প্রাইভেট মেসেজিং সিস্টেমে কিউরেটর দ্বারা পরিচালিত হয় (vk.com এ প্রাইভেট মেসেজিং সিস্টেম রয়েছে।

কিউরেটর হলেন তিনি, যিনি একজন চ্যালেন্জ গ্রহণকারী কে ট্যাস্ক দিবেন এবং তাঁর নির্দেশানুসারেই চ্যালেন্জ গ্রহণকারীকে সব কিছু করতে হবে।
কিন্ত সাধারণত একজন চ্যালেন্জ গ্রহণকারী সরাসরি ব্লু হোয়াইল কিউরেটরের সাথে নিজে থেকে যোগাযোগ করতে কখনোই পারবেন না।
যতক্ষন না পর্যন্ত কিউরেটর আপনাকে নক্ করবে।


চ্যালেন্জ গ্রহন হওয়ার পর, কিউরেটর প্রথমে আপনাকে একটি লিংক সেন্ড করবে। কিউরেটর সেটিকে বলবে এ্যাপ্রোভাল লিংক।
বিশ্বাস করুন, ওই লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনটি তারা হ্যাক করে নিয়েছে।
আপনি যখনই কিউরেটরের দেয়া লিংকে ক্লিক করবেন, তখন থেকেই তারা আপনার ফোনের সব এ্যাপস, সিস্টেমের এক্সেস ক্ষমতা পেয়ে যাবে।
যেটি দিয়ে পরে আপনাকে তারা ব্ল্যাকমেইল করবে।
ব্ল্যকমেইল করার কারন, আপনি যেনো কিছুতেই চ্যালেন্জটি থেকে পিছু হটতে না পারেন। আপনি চ্যালেন্জটি থেকে কখনোই পিছু হটতে পারবেন না।


রাশিয়ায় এ গেম খেলে মৃতের সংখ্যা ১৫১ জন , এবং
রাশিয়ার বাইরে মারা গেছে ৫০ জন এর ও বেশি।
সমপ্রতি আগষ্ট মাসে ভারতে ১ জন (কিশোর) সুইসাইড করেছেন, এই চ্যালেন্জটি নিয়ে।

রাশিয়ান দু বোন জুলিয়া ওভা
ও ভের্নিকা ওভা প্রথম এই চ্যালেন্জের আত্মহত্যার শিকার।


এই দুবোনের সরাসরি ছাদ থেকে লাফ দিয়ে ৫০ তম বা ফাইনাল ট্যাস্ক পূরন করার সরাসরি ভিডিও রয়েছে।

এই দুবোনের আত্মহত্যার সরাসরি ভিডিও লিংক --< https://youtu.be/RMlMHWWrQ7Q

মৃত্যুর ঠিক আগে জুলিয়া ওভা vk.com এ নীল তিমির
ছবি আপলোড দিয়ে লিখেছিলো - The End!


ব্লু হোয়াইল চ্যালেন্জ গ্রহনকারী এবং কিউরেটরের মাঝে প্রথম মেসেজিং কনভারজেশন টি এরকম->


Player- I want to start this challenge.

Administrator- Are you sure? There's no way back.

Player- Yes. What does that mean? There's no way back?

Administrator- You can't leave the game once you begin.

Player- I'm ready.

Administrator- Carry out each task diligently and no one must know about it. When you finish the task, you send me a photo. At the end of the game, you die. Are you ready?

Player- And if I wanna get out?

Administrator- I have all your information, they will come after you.

একবার এটি খেলতে শুরু করলে আপনি
কোনোভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারবেন
না।আপনার মৃত্যু নিশ্চিত।


গেমটির প্রথম কয়েক লেভেল খুবই আকর্ষনীয় ।
- যেমন
রাত ৪ টা ২০ মিনিটে ঘুম থেকে উঠে হরর ছবি দেখা ,
উঁচু ছাদের কিনারা দিয়ে হাঁটাহাঁটি
করা। প্রথম কয়েকটি ট্যাস্ক (লেভেল) সহজ হওয়ায় অনেকেই আগ্রহের সহিত খেলতে থাকেন। কিন্তু ১৩ নাম্বার লেভেল পার হলেই আপনাকে দেয়া হবে কঠিন ট্যাস্ক। তারা ট্যাস্ক (লেভেল) গুলি এমনভাবে সাজিয়েছে যে, প্রতিটি লেভেল কমপ্লিট করার পর আপনি মানসিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পরবেন।

তবে মজার বিষয় হচ্ছে, ১৩ নাম্বার ট্যাস্কে (লেভেল) কিউরেটর আপনাকে একটি মিউজিক সেন্ড করবে। সেই মিউজিকটি আপনাকে দিন রাত ২৪ ঘন্টা সবসময় প্রতিটা মূহুর্ত দেখতে হবে, শুনতে হবে।


কিউরেটর যে গানটি ভিকটিমের কাছে সেন্ড করে, সেই গানটির লিংক নিচে দেয়া হলো।

"music of blue whale challenge" video link- https://youtu.be/Y3J9DQIiVfo


১৪ নাম্বার লেভেলে আপনার ঠোঁট কাটতে হবে, তারপর ঠোঁট কাটার একটি পিক কিউরেটরের কাছে সেন্ড করতে হবে।


১৬ নাম্বার লেভেলে কিউরেটর কে এমন কিছু করে দেখাতে হবে যেনো আপনি আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কে আঘাত দেন। যেমন, হাতে সুই ঢুকিয়ে দেয়া, পা ছুরি দিয়ে ক্ষত করা ইত্যাদি। এক কথায়- নিজেকে পেইনের মধ্যে রাখা।

১৭ নাম্বার লেভেলে উচু ছাদের কিনারা দিয়ে হাটতে হবে যে কোনো সময়।

১৮ নাম্বারে ব্রিজের উপর উঠে হাটতে হবে।

২১ নাম্বার ট্যাস্কে স্কাইপে কিউরেটরের সাথে ভিডিও কলিং এ কথা বলতে হয়।

২৪ নাম্বারে একটি সেক্রেট ট্যাস্ক রয়েছে।

২৬ নাম্বারে কিউরেটর আপনার মৃত্যুর তারিখ বলে দিবে, অর্থাৎ কিউরেটর একটি তারিখ ও সময় বলবে যেদিন আপনাকে সুইসাইড করতে হবে। আপনি রাজী কি না, সেটি সমপর্কে সত্যায়িত করা হবে।

৩০-৪৯ ট্যাস্ক লেভেলে- প্রতিরাত ৪ টা ২০ মিনিটে ঘুম থেকে উঠতে হবে, হরর ভিডিও দেখতে হবে, ব্লু হোয়াইলের ভিডিও গান প্রতিদিনই দেখতে হবে, আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কাটতে হবে।

৩০-৪৯ তম ট্যাস্কে মোটামুটি এগুলোই রিপিট করা হয়।

শেষ ট্যাস্ক বা লেভেলে আপনাকে উঁচু বিল্ডিংয়ের জানালা দিয়ে ঝাপ দিতে হবে।
তাতেই নিশ্চিত আপনার মৃত্যু।
সুন্দর একটি জীবনকে হঠাৎ অখেয়াল বশত হারিয়ে শেষ করে দেয়া নিছক বোকামী ছাড়া অন্য কিছু নয়।
বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব সবাই আপনাকে কতো ভালবাসে।
আপনি তাদের কে কখনোই কষ্ট দিতে পারেন না।
তাদের মনে কখনোই আঘাত দিতে পারেন না।

প্রত্যেক প্রতিকূলতার মাঝেই বড় রকমের বীজ লুকিয়ে থাকে। সুতরাং, হতাশাগ্রস্ত হলে নিজের উপর আত্মবিশ্বাস রাখুন।


লেখাটি পড়ার পর যারা ভাবতেছো, পেয়ে গেছি। আজ থেকেই ডেথ গ্রুপ খোজা শুরু করে দেবো। তাদের জন্য এক বালতি সমবেদনা। কারন,
ব্লু হোয়াইলের প্রতিষ্ঠাতা ফিলিপ বুকেদিন ও সমপ্রতি মেইন কিউরেটর (মেয়ে) পুলিশের কাছে ধরা পরার পর থেকে কিউরেটর রা নড়েচড়ে বসেছে।
তাই আপনি তাদের কে কোথাও খুঁজে পাবেন না। প্রথমেই বলেছি, আপনারা নিজে থেকে কখনোই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
যতক্ষন না পর্যন্ত তারা আপনার সাথে যোগাযোগ করবে, ততক্ষন পর্যন্ত আপনারা তাদের হাজার খুঁজেও পাবেন না।

সুতরাং, এই চ্যালেন্জ গ্রহণকরার ইচ্ছা বাদ দিয়ে নিজের জীবন কে উপভোগ করুন। একাকী লাগলে বন্ধুদের সাথে আড্ডা দিন, মন ভালো হয়ে যাবে।
কখনো বসে থাকবেন না।
কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন।
মুসলিম হলে পাঁচ ওয়াক্ত নামায পড়ুন।

Don't copy my post without my permission.

ভালো থাকবেন :)
খোদা হাফেজ।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক কিছু জানা হল কিন্ত মাথা ডুকলো না।

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

নুর আমিন লেবু বলেছেন: কয়েকবার মনোযোগ সহকারে পড়ুন।
সহজেই বুঝতে পারবেন।

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এগুলো চরম বোকামী কাজ।

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

নুর আমিন লেবু বলেছেন: জ্বী ভাইয়া, সত্যিই বোকামীর কাজ। যারা এটি খেলে আত্মহত্যা করে, তারা চরম লেভেলের সাইকো ছাড়া অন্য কিছু নয়।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

এম. হাবীব বলেছেন: অসাধারণ; আফসোস সাইকোদের জন্য যারা জীবনকে ভালোবাসতে ব্যার্থ। জীবনকে ভালোবাসুন পজিটিভ চিন্তাধারা নিয়ে এগিয়ে চলুন।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২

নুর আমিন লেবু বলেছেন: নিজের প্রতি আত্মবিশ্বাস জরুরী।
ধন্যবাদ, ভাই।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

হাফিজ হুসাইন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। ব্লু হোয়েল সম্পর্কে জানার জন্য অনেক আগ্রহ ছিল। আপনার পোষ্টে বিস্তারিত পেয়ে অনেক ভালো লাগলো। ভাই আপনি এই তথ্য গুলো কোথায় পেলেন তা কি জানাবেন? ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

নুর আমিন লেবু বলেছেন: আমি এখান Click This Link থেকে পেয়েছি। তারপর নিজে শিউর হয়ে পোস্ট করেছি। যারা বলে এটি ডার্ক ওয়েবে পাওয়া যায়, সেটি ভুয়া বলে। ব্লু হোয়াইলের কোনো apk ফাইল নেই।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

হাফিজ হুসাইন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। ব্লু হোয়েল সম্পর্কে জানার জন্য অনেক আগ্রহ ছিল। আপনার পোষ্টে বিস্তারিত পেয়ে অনেক ভালো লাগলো। ভাই আপনি এই তথ্য গুলো কোথায় পেলেন তা কি জানাবেন? ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

নুর আমিন লেবু বলেছেন: আমি এখান Click This Link থেকে পেয়েছি। তারপর নিজে শিউর হয়ে পোস্ট করেছি। যারা বলে এটি ডার্ক ওয়েবে পাওয়া যায়, সেটি ভুয়া বলে। ব্লু হোয়াইলের কোনো apk ফাইল নেই।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

হাফিজ হুসাইন বলেছেন: ভাই পোষ্টের ছবিটা কি সত্যি?

৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


সাইকোদের এসব করতে কোন গেম লাগে না... ব্লু হোয়েল তো নিজেরাই ঝাক বেধে আত্নহত্যা করে, তেমনি এই গযব গুলো কখনো জানালা দিয়ে ঝাপায় কখনো টুথপিক ব্রাশ খায়, এদের কে সাইকোথেরাপিস্ট দেখানো দরকার..

৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

একজন রোদঁশী বলেছেন: আপনি এত কিছু কিভাবে জানলেন :-& ?

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

নুর আমিন লেবু বলেছেন: কোনো কিছুর উপর অধিক আগ্রহ থাকলে জানতে পারা যায়।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নতুন বলেছেন: দেশে এখন আত্নহত্যা করলেই বলবে ব্লু হোয়েল....

যে কোন অস্বাবিক মৃত্যু কি হত্যা কিনা এটা খুজে দেখতে হবে। হত্যাকে যেন ব্লু হোয়েরের নামে ধামাচাপা না দেয় মানুষ।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মলাসইলমুইনা বলেছেন: যেটা আমার অবাক লাগলো আপনার লেখাটা পড়ে সেটা হচ্ছে এদের সাথে যোগাযোগ করাইতো একটা বিরাট ঝামেলা আর সেটা সহজ নয় একদম | এই ঝামেলার মধ্যে এদের সাথে এই ছোট ছোট ছেলে মেয়েরা (বাংলাদেশে যে মেয়েটা মারা গেলো তার কথা মনে করেই বলছি) যোগাযোগ করছে কেমন করে ? আর তা ছাড়া হতাশ, জীবন সম্পর্কে আশাহীন একদল মানুষ যদি এই খেলার নেশায় পড়ে যায় তাহলে আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য আমি আরো দুর্ঘটনার আশংকা করি | আমাদের দেশে ছেলেমেয়ের জন্য ভবিষ্যতের আশাবাদী কোনো সম্ভাবনা আমরা খুব ভালো করে তুলে ধরতে পারছি না ! ভর্তি সমস্যা, পড়াশোনা শেষ করে চাকুরী নেই, ব্যাপক বেকারত্ব আমাদের সমস্যা অনেক -আমাদের বড় দুর্ঘটনার বাঁচার চেষ্টা করা দরকার খুবই সিরিয়াসলি |

১১| ০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

জুন বলেছেন: এ ভয়ংকর খেলাটির ভয়াবহতা নিয়ে ভারতের একটি পত্রিকায় পড়েছিলাম । মলাসইলমুইনা যথার্থই বলেছেন আমাদের দেশে ছেলেমেয়ের জন্য ভবিষ্যতের আশাবাদী কোনো সম্ভাবনা আমরা খুব ভালো করে তুলে ধরতে পারছি না ! ভর্তি সমস্যা, পড়াশোনা শেষ করে চাকুরী নেই, ব্যাপক বেকারত্ব আমাদের সমস্যা অনেক -আমাদের বড় দুর্ঘটনার বাঁচার চেষ্টা করা দরকার খুবই সিরিয়াসলি |

১২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

তারেক ফাহিম বলেছেন: ব্লু হোয়ের সম্পর্কে জানার কৌতুহল ছিল, ফেবুতে একটি ভিডিওতে হাল্কা আবাস পাইলাম। আপনার পোষ্টের মাধ্যমে মোটামুটি জানতে পারলাম যদিও বিস্তারিত বলেছেন।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

ত্রিকোণমিতি বলেছেন: পুস্ট শেয়ার করি?

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮

নুর আমিন লেবু বলেছেন: অবশ্যই করতে পারেন :)

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

শিখণ্ডী বলেছেন: অনেক তথ্যপূর্ণ লেখা। ভাই আপনি মনে হয় ছদ্মবেশ ধারণ করে কিছু দিন খেলেছিলেন? নইলে এত কিছু জানলেন কেমনে?

১৫| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

Nok Naim বলেছেন: ব্লু হোয়েলের বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসুন এই ব্লগ থেকে...http://www.somewhereinblog.net/blog/Nok_Naim/30209549

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০

নুর আমিন লেবু বলেছেন: ভাইয়া, ব্লু হোয়াইল ডার্কে ওয়েবে নেই। আমি যেটা বলেছি, সেটি এই নিউজ Click This Link পড়ে নিজেই শিউর হয়ে পোস্ট করেছি। ব্লু হোয়াইল এ্যাপের মাধ্যমে খেলে না। এটি মেসেজিং কনভারজেশনের মাধ্যমে খেলে।

১৬| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

Nok Naim বলেছেন: ব্লু হোয়েলের বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসুন এই ব্লগ থেকে... Click This Link

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬

নুর আমিন লেবু বলেছেন: আমি যেটা বলেছি, সেটি সত্য কি না জানতে এই লিংকে যান Click This Link

১৭| ১০ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগছে জেনে এসব আজেবাজে গেমের কথা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.