![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
This is Nur Amin Lebu
আমি আর কিছুই বলিনি,
শুধু নিজের ভিতরটা পাথর করে নিলাম।
তুমি যেখানে ছলনা বুনেছিলে,
আমি সেখানে নীরবতা বিছিয়ে দিলাম।
তুমি ভেবেছিলে আমি ভেঙে পড়বো?
না, আমি তো আগুন—তোমার ছায়া আর পোড়ে না।
তুমি হারিয়ে গেলে ক্ষতি কি?
আমি তো নিজেকেই খুঁজে পেয়েছি নবজন্মে।
প্রেমে আমি ছিলাম পাগল,
আর এখন? আমি এক শিকারি—
তুমি ভুলে যেও না,
যে নীরব থাকে, তার ঘায়ে শব্দ হয় না, তবে দাহ হয় চিরকাল।
২| ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৩| ১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪৯
বাকপ্রবাস বলেছেন: আহ্হ এই তুচ্ছতায় প্রাক্তন প্রেমিকা পাগল হয়ে টিকটক শুরু করবে
৪| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।