নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

৭.৫% ভ্যাট আসলে আমাদের রাজস্ব খাতে কত টাকা জোগান দেবে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

৭.৫% ভ্যাট আসলে আমাদের রাজস্ব খাতে কত টাকা জোগান দেবে? বা কতটুকুইবা জোগান দেবে.??
আমি বুঝতে পারছি সরকারি কর্মীদের বেতন ভাতা দ্বিগুণ করা হয়েছে,
ওদিকে সরকারের উন্নয়ন ব্যয়ও আছে,
এই খরচ সেই খরচ, হাজারো খরচ...??
ফলে রাজস্ব আয় বাড়ানো লাগবে। ভাল কথা, বুঝলাম..!!(যদিও বুঝতে কষ্ট হয়..!!)
কিন্তু এর সমপরিমাণ টাকা কি অন্য কোন উপায়ে আহরণ সম্ভব হতো না ?
আর কি কোন জায়গা নাই যেখানে কোপ দেয়া যায়..??
আমি প্রাইভেট ভার্সিটিতে না পড়লেও আমার এসব আজিরা কাম কাইজ দেখলে মাথা গরম হয়।
প্রথমে ভ্যাট যখন আরোপ করা হল আমাদের মাননীয় মন্ত্রী সাহেব (যদিও মাননীয় বলতে কষ্ট হয়..!!). কি সুন্দর বাহানা দিছে।
কয়দিন আন্দোলন করলো তার পরে আরেক কথা ‘৭.৫% তো ছাত্র-ছাত্রীরা দিবে না, দিবে কর্তৃপক্ষ..!’ আবার কি সুন্দর আজকা দেখি সবার মোবাইলে মোবাইলে SMS দিয়া জানাইতাছে..!!
এরকম মেধা নিয়া যদি মন্ত্রী হওয়া যায় তবে আমরা লেহাপড়া করতাম ক্যারেরররররররররর……??

>>মাননীয় প্রধান মন্ত্রী আপনি একটু সময় করে চা-পানের এক ফাকে একটু আপনার মমতা দিয়ে এসব কোমলমতি ছেলে-মেয়েদের কথা একটু ভাবেন, আপনার দেখা স্বপ্ন, যা দিয়ে আপনি সবার মন জয় করতে সক্ষম হয়েছেন আর তা হল “ডিজিটাল বাংলাদেশ” আর এ স্বপ্নের পাসওয়ার্ড তো এই সব ছাত্র-ছাত্রীদের হাতেই, না কী….??
-কারা ২০২১ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করবে.??
-কারা বাংলাদেশের পতাকা বিশ্বে উরাবে.??
-কারা জয় বাংলা স্বপ্ন সত্য করবে.??
-কারা পিছিয়ে পরা শক্তিকে টেনে তুলবে>..??
ছাত্ররা নয়কি.? মেধা দিয়ে নয়কি.? শিক্ষা দিয়ে নয়কি.?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

মারুফ তারেক বলেছেন: জয় বাংলা বলে ধানমন্ডি ২৭ এ রাপা প্লাজার সামনে ছাত্রদের উপ হামলা চালিয়েছে। গুন্ডালীগ।http://www.prothom-alo.com/bangladesh/article/627886/‘জয়-বাংলা’-বলে-আন্দোলনরত-শিক্ষার্থীদের-ওপর-হামলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.