নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

এ জগতের মানুষ দু ভাগে বিভক্ত প্রায় সব জায়গাতেই,

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

এ জগতের মানুষ দু ভাগে বিভক্ত প্রায় সব জায়গাতেই,
কিছু লোকের জন্ম হইছে মাইর খাওয়ার জন্য আর কিছু লোকের জন্ম হইছে ঐ লোকগুলারে মাইর দেবার জন্য।
কিছু লোক সারা জীবন ধরে কষ্ট আর কষ্ট করবে, মুখ বুজে নিজের হাজার হাজার টাকা খরচকরে ডায়মন্ড সহ সবকিছু দিয়ে (শুধু আন্ডরওয়্যার ছাড়া) সবকিছু দিয়েও কাওকে খুশি করতে পারবেনা।আবার কেউ একগুচ্ছ ঘাসফুল পেলে হাজারো হাসির শব্দে প্রেয়সিকে আলিঙ্গন করবে।
অল্প একটু অন্যায় করে অনুতপ্তে সারাটা জীবন মাথা তুলে দাড়াতে পারবেনা, আবার কিছু লোক সাহসের সাথে অন্যায় করে বুক ফুলিয়ে অন্যায়কে জায়েজ বলে ঘোষনা দেয়।
কেই সারাটা জীবন নিজের টিউশনির প্রাপ্য আর হকের টাকাটা চাওয়ার সাহস পায় না। হাজার বার ঠোট পর্যন্ত কথাটা এনেও বলতে পারবেনা, আবর কেউ বেয়াদবির সবটুকু বৈশিষ্ট্য বজায় রেখে মুখের উপর কথা বলে প্রাপ্য আদায় করবে।
কেউ কলুর বলদ বাগধারার সত্যতা প্রকাশ করবে, কেউ বা ঠোট কাটা বাগধারার ব্যবহার করবে।
আস্তিক হয়ে সহজে বিশ্বাসে বস্তু না মিলিয়ে, নাস্তিক হয়ে হাজারো সম্যার জন্ম দিবে কিছু মানুষ।
জীবানু আবিষ্কার করে হাজারো মানুষের নির্মম বলি দেখবে কিছু মানুষ, প্রতিষেধক আবিষ্কারে দিনের পর দিন সময় দিবে কিছু মানুষ।
মানুষ গুলো সবাই ভাল থাকুক, মানুষ রূপে মানুষ গুলোই ভাল থাকুক, মানুষ রূপে অন্য কোন জানোয়ার জেন ভাল না থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.