নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

র্ধম নিরপেক্ষতা আর র্ধম হীনতা এই শব্দদুটা আমার কাছে একটু অন্য ভাবে মনে হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

র্ধম নিরপেক্ষতা আর র্ধম হীনতা এই শব্দদুটা আমার কাছে একটু অন্য ভাবে মনে হয়।
র্ধম মানে হল সে জিনিসটার সতন্ত্র কিছু বৈশিষ্ঠ্য বা সে জিনিসটার এমন এমন লক্ষন যা দিয়ে ঐ জিনিসটাকে সবার থেকে আলাদা ভাবে চেনা যায়।
প্রতিটা বস্তুর আলাদা আলাদা ধর্ম(বৈশিষ্ঠ্য) আছে। পৃথিবির প্রতিটি বস্তু বা পদার্থের ধর্ম(বৈশিষ্ঠ্য) ভিন্ন।
**ধরুন আই-ফোন এ্যপেলের এটি প্রোডাক্ট এটার ভিন্নতা আছে আর সব মোবাইল থেকে।
আর যদি দেখেন যে একটি আই-ফোন আছে যার ক্যামেরা লাভা ফোনের মত, ডিসপ্লে স্ট্রবেরি ফোনের মত, সাওন্ড যদু/মদু ফোনের মত, চার্জ থাকে মাকালালা ফোনের মত……ইত্যাদি ইত্যাদি….
তাহলে কোন মদন আছে যে সেই আই-ফোন কে এ্যপেলের প্রোডাক্ট বলবে।বা তার দাম দিতে তৈরি থাকবে ???
সেই আই-ফোন যতই এ্যপেলের কামর খাওয়া লোগ ব্যবহার কুরুক না কেন তাকে কেউ আই-ফোন বলবেনা বা তার দাম বাড়বেনা। তার দাম কমবে। তার কোন মুল্য থাকবে না।

মানুষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাস একেক ধর্মে একেক রকম আর এটাই স্বাভাবিক। এই ধর্ম (বৈশিষ্ঠ্য) দেখেই বোঝা যাবে সে কোন ধর্মের যেমন ধরেন আব্রাহামীয় ধর্মসমূহ (ইসলাম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বাহাই ধর্ম),,ভারতীয় ধর্মসমূহ (জৈন ধর্ম, বৌদ্ধধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম),, চৈনিক, কোরীয়, জাপানি ধর্মসমূহ (তাও ধর্ম, শিন্তো ধর্ম, কনফুসীয় ধর্ম) ইত্যাদি ইত্যাদি….

আমার মুল কথা হল আমরা যে যার ধর্মীয় বিশ্বাস নিয়ে আছি তার রিতি নীতি পুরোটা মানতে না পারি তাতে কোন সমস্যা নাই, তার বিচার পরকালে পাব but আমরা আমাদের এক ধর্মীয় বিশ্বাস এর সাথে অন্য ধর্মীয় বিশ্বাস কেন মিক্স করব????
এটা কি আমাদের উপরওয়ালা মাফ করবেন???

আমরা মুসলমান হিসাবে আমাদের প্রতিটি কাজে আজ মিক্স করছি বিবাহে গায়ে হলুদের অনুস্ঠান, ধাণ দুবলা দিয়ে বরন করা নিলাম এক র্ধম থেকে। ম্যারিজডে, মাদার’সডে, ফাদার’সডে, বার্থডে নিলাম আরেক ধর্ম থেকে। আরো হাবিজাবি কতকি……
জাতী হিসাবে বিদেশী সংস্কৃতি আর দেশী সংস্কৃতিতো আর আলাদা করে চেনা যায় না। কোনটা আমাদের দেশীয় মা-মাটির অনুস্ঠান, কোনটা আমাদের দেশের বাংলার অনুস্ঠান আর কোনটা RJ আর DJ……
আর ভাষা, পোশাক-আশাক, খাবার-দাবার, শিক্ষার অবস্থা, মানুষের প্রতি সম্মান, আচার ব্যবহার, সালাম-আদাব তো বাদই দিলাম…….
হায়..!!
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি আর সঠিক বুঝ দান করুক…।।। (আমিন)

র্ধম মানে হল সে জিনিসটার সতন্ত্র কিছু বৈশিষ্ঠ্য বা সে জিনিসটার এমন এমন লক্ষন যা দিয়ে ঐ জিনিসটাকে সবার থেকে আলাদা ভাবে চেনা যায়।
প্রতিটা বস্তুর আলাদা আলাদা ধর্ম(বৈশিষ্ঠ্য) আছে। পৃথিবির প্রতিটি বস্তু বা পদার্থের ধর্ম(বৈশিষ্ঠ্য) ভিন্ন।
**ধরুন আই-ফোন এ্যপেলের এটি প্রোডাক্ট এটার ভিন্নতা আছে আর সব মোবাইল থেকে।
আর যদি দেখেন যে একটি আই-ফোন আছে যার ক্যামেরা লাভা ফোনের মত, ডিসপ্লে স্ট্রবেরি ফোনের মত, সাওন্ড যদু/মদু ফোনের মত, চার্জ থাকে মাকালালা ফোনের মত……ইত্যাদি ইত্যাদি….
তাহলে কোন মদন আছে যে সেই আই-ফোন কে এ্যপেলের প্রোডাক্ট বলবে।বা তার দাম দিতে তৈরি থাকবে ???
সেই আই-ফোন যতই এ্যপেলের কামর খাওয়া লোগ ব্যবহার কুরুক না কেন তাকে কেউ আই-ফোন বলবেনা বা তার দাম বাড়বেনা। তার দাম কমবে। তার কোন মুল্য থাকবে না।

মানুষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাস একেক ধর্মে একেক রকম আর এটাই স্বাভাবিক। এই ধর্ম (বৈশিষ্ঠ্য) দেখেই বোঝা যাবে সে কোন ধর্মের যেমন ধরেন আব্রাহামীয় ধর্মসমূহ (ইসলাম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বাহাই ধর্ম),,ভারতীয় ধর্মসমূহ (জৈন ধর্ম, বৌদ্ধধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম),, চৈনিক, কোরীয়, জাপানি ধর্মসমূহ (তাও ধর্ম, শিন্তো ধর্ম, কনফুসীয় ধর্ম) ইত্যাদি ইত্যাদি….

আমার মুল কথা হল আমরা যে যার ধর্মীয় বিশ্বাস নিয়ে আছি তার রিতি নীতি পুরোটা মানতে না পারি তাতে কোন সমস্যা নাই, তার বিচার পরকালে পাব but আমরা আমাদের এক ধর্মীয় বিশ্বাস এর সাথে অন্য ধর্মীয় বিশ্বাস কেন মিক্স করব????
এটা কি আমাদের উপরওয়ালা মাফ করবেন???

আমরা মুসলমান হিসাবে আমাদের প্রতিটি কাজে আজ মিক্স করছি বিবাহে গায়ে হলুদের অনুস্ঠান, ধাণ দুবলা দিয়ে বরন করা নিলাম এক র্ধম থেকে। ম্যারিজডে, মাদার’সডে, ফাদার’সডে, বার্থডে নিলাম আরেক ধর্ম থেকে। আরো হাবিজাবি কতকি……
জাতী হিসাবে বিদেশী সংস্কৃতি আর দেশী সংস্কৃতিতো আর আলাদা করে চেনা যায় না। কোনটা আমাদের দেশীয় মা-মাটির অনুস্ঠান, কোনটা আমাদের দেশের বাংলার অনুস্ঠান আর কোনটা RJ আর DJ……
আর ভাষা, পোশাক-আশাক, খাবার-দাবার, শিক্ষার অবস্থা, মানুষের প্রতি সম্মান, আচার ব্যবহার, সালাম-আদাব তো বাদই দিলাম…….
হায়..!!
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি আর সঠিক বুঝ দান করুক…।।। (আমিন)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৭

সচেতনহ্যাপী বলেছেন: ধর্মীয় বিশ্বাসের সাথে এটাও গুরুত্বপূর্ন যে, ধর্ম (যটাই হোক) এত ভঙ্গুর না যে, দুকথা/সমালোচনায়ই তা ভেঙ্গে যাবে!!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপনি বলেছেন- "আমরা আমাদের এক ধর্মীয় বিশ্বাস এর সাথে অন্য ধর্মীয় বিশ্বাস কেন মিক্স করব???? এটা কি আমাদের উপরওয়ালা মাফ করবেন???"

ভাইজান, আমাদের উপরোয়ালাই এটা শিখিয়েছেন :) বলতে পারেন- ক্যামনে ?
হ্যা ভাইজান, আমাদের উপরওয়ালা যদি জীবন জীবিকার তাগিতে ভিন্ন ধর্মাবলম্বীর দ্বারস্থ করতে পারেন তাহলে মিশ্রনে সমস্যাটা কোথায় ?

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮

Samsul Shorif বলেছেন: ইসলাম কেমনে আব্রাহামীয় ধর্ম হল...?!?!?!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

লিংকন বাবু০০৭ বলেছেন: আসলে আমি এটা বইতে পরেছি আর তা ছারা এটা উইকিপিডিয়াতেও আছে।
আমার ভুল হতে পারে। তার জন্য ক্ষমা প্রার্থী।
আপনার অন্য কিছু জানা থাকলে বলবেন দয়া করে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

Samsul Shorif বলেছেন: ভাই আপনার ধারণা সত্য....কিন্তু তা বিশ্বাস করবেন নাহ্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.