নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

চা নাকি কফি?

১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৪৫

১) কোখাও গেলে বিশেষ করে অফিসে গেলে আগে অফার করা হত-
চা নাকি কোল্ডড্রিংস? বা ঠান্ডা নাকি গরম?
-যারা চা চাইত তারা ভদ্রলোক আর যারা কোল্ডড্রিংস চাইতো তারা খ্যাত!!
(আমি কোল্ডড্রিংস চাইতাম আমি খাটি খ্যাত)
২) কিছু দিন আগে কোন অফিসে গেলে অফার করা হইতো-
চা নাকি কফি? (কোল্ডড্রিংস বাদ)
-যারা কফি চায় তারা ভদ্রলোক আর যারা চা চায় তারা খ্যাত!!
(আমি চা চাই আমি খাটি খ্যাত)
৩) বর্তমানে কোন অফিসে গেলে অফার করা হয়-
কফি নাকি ব্ল্যাক কফি? (চা পুরাই বাদ)
-যারা ব্ল্যাক কফি চায় তারা ভদ্রলোক আর যারা কফি চায় মানে দুধ চিনি দেওয়া কফি তারা খ্যাত!!
(আমি কফি চাই আমি খাটি খ্যাত)
ব্ল্যাক কফি খাইয়া কিযে নিজেরে স্বাস্থ্য সচেতন মনে করে কে জানে? দেখবেন যারা ব্ল্যাক কফি খায় বা ডায়েট কোক খায় তারা বেশি অস্বাস্থ্য জীবন জাপান করে। আর ভাই খাইতাসোস ডাবল মায়ো আর চিজের বার্গার আর একস্ট্রা চিজ আর সজেজের পিৎজা দুনিয়ার যত বাজে ক্যলরির গাট্টি আর সাথে ডায়েট কোক খাইয়া কি চুলের স্বাথ্য সচেতনা দেহাছ??
আবার যদি আপনি ইউরোপ বা মেরিকা থেকে আসেন বা একটু "ভদ্র সমাজের"(??) হন তাহলে আপনার চাহিদা থাকবে ব্ল্যাক কফিতে।
অনেক অফিসে সরমে ব্ল্যাক কফি চাইছিলাম, ধুর কিযে খায়............
আমার ভাই ব্ল্যাক কফি ভালা লাগে না তিতা তিতা লাগে।
বিশেষ করে অ্যামেরিকানো বা এসপ্রেসো কফি একবারেই ভালো লাগে না। but ক্যপাচিনো, আইরিশ কফি ভাল লাগলেও বেস্ট হল ল্যাটে কফি।
আর সবচেয়ে বেশি কইরা দুধ চিনি দিয়া ফোম বানায়য়া ভারতীয় ফিল্টার কফি বা আমাদের মা-খালাদের হাতের বানানো বাসা-বাড়ির কফি দেন দেখবেন ক্যামনে তামাতামা কইরা খাই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৭

নতুন বলেছেন: ব্লাক কফি দিতে দুধের খরচ বাচে তাই মনে হয়।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৫

লিংকন বাবু০০৭ বলেছেন: হতে পারে।

২| ১৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৪

হাসান রাজু বলেছেন: আজীবন দুধ চা।
দুধ চা না থাকলে বাদ। একবেলা চা না খাইলে হুগাইয়া মইরা যামু না।
যখন দিনের পর দিন রং/লেবু/লিকার চা আসতে থাকে। যেমন আমার আফিসে ।
সেক্ষেত্রে বিষাক্ত চা ।
রেসিপিঃ গরম পানি ফুটিয়ে নিয়ে একটা কাপে টি ব্যাগ ঢেলে দিতে হবে। ৩০/৪০ মিনিট ধরে একটু একটু করে গিলতে হবে।
যে কেউ দেখে যেন ভাবে আমৃত শেষ হয়ে যাবে তাই একটু একটু করে গিলছেন।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৫

লিংকন বাবু০০৭ বলেছেন: ভাল বলেছেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: আমি সাধারমত কোথাও গেলে চা খাই। চা আমার বিশেষ পছন্দ।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৬

লিংকন বাবু০০৭ বলেছেন: আমারো। রং চা। :)

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ চিনি ছাড়া কুস্তা চা কফি খাইতে পারি না :(

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৬

লিংকন বাবু০০৭ বলেছেন: রং চাতে চিনি খাবই। যতই ক্ষতি হোক।

৫| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৭

রানার ব্লগ বলেছেন: দিনের শুরু ও শেষে এক কাপ চা খুবি দরকার !!!

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১৭

লিংকন বাবু০০৭ বলেছেন: দিনের মাঝে এক কাপ।

৬| ০৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

লিংকন বাবু০০৭ বলেছেন: হবে হয়তো

৭| ০৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৭

লিংকন বাবু০০৭ বলেছেন: আমৃত শেষ হয়ে যাবে। ভাল বলেছেন।

৮| ০৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

লিংকন বাবু০০৭ বলেছেন: আমি কোথাও না গেলেও চা খাই। চা আমারও প্রিয়

৯| ০৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

লিংকন বাবু০০৭ বলেছেন: হ, ঠিক কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.