নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

যাচ্ছেন? বাজারে ইলিশ কিনতে ।

২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:১৩

যাচ্ছেন? বাজারে ইলিশ কিনতে ।
ইলিশ ধরা পড়ছে। এবার একটু বেশীই পড়ছে। এক জালে ৯৫ মন ইলিশ। খাইছে আমারে।
তারা ৫০ লাখ টাকা কামিয়েছে একদানে। জেলেদের মুখে হাসি ।
মৎস্য আহরন নিষিদ্ধ বিষয়টি কাজের এটা তার প্রমান। ইলিশের পাশাপাশি ডেলা, টোনা, পোয়াসহ সামুদ্রিক বিভিন্ন মাছও ধরা পড়ছে। মহিপুর মৎস্য অবতরন কেন্দ্র এখন খুব ব্যাস্ত ।
but… ইলিশের দাম কি কমছে? সেই ১৪০০ টাকা থেকে ৩০০০ টাকা দামেই বিক্রি হচ্ছে। মিষ্টি আর নোনা পানির সঙ্গমস্থলে ইলিশের স্বাদ আর গন্ধ বড্ড বেশী । পটুয়াখালীর শেষ সীমানায় সাগরের তটে অবস্থিত চরদুয়ানির মাছের ঘাড় মোটা, আকারে বড় আর রান্নার সময়ে গন্ধে মাতোয়ারা ।
আমার জীবনে ৪,২০০ কেজির ইলিশ কিনেছি মাওয়া বাজার থেকে ।
আমার বাপে কয় ৯০-৯৫ সালে খুব বড় আকারের ইলিশ ধরা পরতো। কেজি ৫০-৭০ টাকা ছিল, পেট কাটা ইলিশ ছিল, তেলের জন্য নাকি মা রান্নাকরতে ঝামেলা মনে করতো, মাছ ভাজতে গিয়ে কড়াই তেলে ভরে গড়িয়ে আগুন ধরে গিয়েছিল । পরে ইলিশের তেলে ইলিশ, সবজি রান্নার সেসব দিন ইতিহাস হয়ে আছে। খাইতো খুব কম মানুষ। চোখে দেখার ভাগ্য হয় নাই। হয় তো ছোট বেলায় পাতে নিয়ে মা –খালারা ভাত মেখে খাইয়ে দিছে, কে জানে, ফেসবুক থাকলে পোস্ট দিত, পরে আবার মেমরি আসতো, সেটা তো আর হল না। আফসোস….
ইলিশের তেলের চাইতে যাদের শরীরের ভাজে তেল চর্বি বেশি তারা বড় ইলিশের বুকিং আগেই দেয়।
ঢাকা, চিটাগং এর পস-ক্ষমতাবান মানুষ, মন্ত্রী, এম্পি আর ডিপারটমেনটাল ষ্টোরে, পাশের মোদি-মমতাদের সাপ্লাই হওয়ার পর সাধারনের বাজারে সরবোচ্চ ১-২ কেজি শোভা পায় ।
শুধু পেয়াজ লবন দিয়ে সাদা, ভাপা, ইলিশ রান্না দারুন একটা খাবার , খালি সাদা ভাত, সাথে সাদা ট্যালট্যালা ঝোল, অর্দ সিদ্ধ পেয়াজ দিয়ে মাখানো সাথে ১চিমটি লবন দিয়ে মাখেন, বাম হাতে গাড় সবুজ একটু লম্বাটে কাচা মরিচ রাখেন, স্বাদ কি আর কিছু বলতে হবে, আমি সিওর এন্ড চ্যালেন্জ আপনার চোখ স্বাদে বন্ধ হয়ে আসবে……. মনে মনে আসবে আহ্……………
ইলিশ খুবই স্বাদের হয় । বাসায় কাঁচকলা দিয়ে ইলিশ, সরিষা বাটা ইলিশ, মসলা ইলিশ, ভাজা ইলিশ, পাতলা করে গাদা পেটি সহ করকরা ভাজা, (মুড়িদিয়ে খেতে হবে সাথে ভাজা তেল), মাথা দিয়ে কচু/শাক, ইলিশ পোলাও (আমার পছন্দ নয়), ইলিশ ঝুরি, পঁচা ইলিশ, আরো দারুন দারুন ডিশ ।
আরো কিছু ডিশ যা নাম শুনছি খাওয়া হয়নি- অরেঞ্জ ইলিশ, ময়ানে ভাজা ইলিশ, ইলিশ কোফ্তা কারি, ভাতে ভাপা ইলিশ, লেবু ইলিশ, আস্ত বেকড ইলিশ, ইলিশ পাতুরি, কাঁটা গলানো ইলিশ, টক মিষ্টি ইলিশ, স্মোকড ইলিশ, ইলিশ কোরমা, ইলিশে কাবাব, দই ইলিশ, নোনা ইলিশ, ভুনা, ইলিশ মালাইকারি, নারিকেল ইলিশ, আনারস ইলিশ, আস্ত ইলিশ রোস্ট, ইলিশ ভিন্দালু, লবণে বেকড ইলিশ…..
ইলিশ নিয়ে আরো কবিতা, প্রবাদ বাক্য, প্রচলিত পদ্য নানা ঘটনা মাথায় আছে, সেটা আর একদিন হবে ক্ষণ.....

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা সেই স্বাদ!

২| ২৬ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৯

শাহ আজিজ বলেছেন: ভাল ভাল খুব ভাল , শুরুর লাইনগুলা আমার ইলিশ কথার , সাক্সেস কপি ক্যাট ।

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২২

লিংকন বাবু০০৭ বলেছেন: ধন্যবাদ এমন তথ্য বহুল লেখার জন্য। কিছুদিন আগে পরেছিলাম, লেখাটা মাথায় ছিল।
মন্ত্যবের পরে আপনার লেখা সিওর হলাম। ধন্যবাদ স্যার।

৩| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মনটা খারাপ করে দিলেন ভাই, অনেকদিন শর্ষে ইলিশ, ইলিশ পোলাউ, ইলিশ মাছের ঝোল, ভাজা ইলিশ এরকম আরো কতো পদের রান্না খাওয়া হয় না।

২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৭

লিংকন বাবু০০৭ বলেছেন: আশায় থাকুন। হয়তো কিছু দিনের মধ্যে কেউ আপনার পছন্দের পদ রান্না করে খাওয়াবে আপনাকে।

৪| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:০২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: "লেখক বলেছেন: আশায় থাকুন।" হ্যা ভাই বেচেই আছি আশা নিয়ে।

২৭ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩১

লিংকন বাবু০০৭ বলেছেন: এটুকুই আমাদের করনিয়।

৫| ২৬ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৪

রানার ব্লগ বলেছেন: ইলিশ ?? !!! এটা কি ভাই ? প্রাগ-ঐতিহাসিক যুগের কোন প্রানী ? ডাইনোসরের কাজিন নাকি ?

২৬ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১১

লিংকন বাবু০০৭ বলেছেন: হাঃ হাঃ
ভাই ভাল বলেছেন।
ডাইনাসরের মত বিলুপ্ত হয়নি, তবে আচরনে আমাদের হতে বহু দুরে অস্থান করেন।

৬| ২৬ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৬

শায়মা বলেছেন: আমরা রেঁধেছি আজ ভাঁপে সরিষা ইলিশ! :)

পুডিং স্টাইলে রান্না!

২৭ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৩০

লিংকন বাবু০০৭ বলেছেন: তেল ছাড়া রান্নার দারুন টেকনিক।
স্বাদ কেমন ??

৭| ২৭ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

শায়মা বলেছেন: একটুখানি তেল দিতে হয় আর সরিষা বাটা একটু আর একটু লবন হলুদ আর কিছুই লাগে না। এসব দিয়ে মেখে একটা পুডিং বাটিতে টুকরোগুলো রেখে তার উপরে প্রতিটা মাছের টুকরোর উপরে একটা করে কাঁচামরিচ দিয়ে দিতে হয়। এরপর বাটিটার মুখ আটকে দিয়ে বড় কড়াইতে পানি নিয়ে তাতে বসিয়ে ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হয়। ১৫/২০ মিনিটেই হয়ে যায় ভাঁপা ইলিশ। :)

৮| ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: আজ দুপুরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি।

২৮ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:১১

লিংকন বাবু০০৭ বলেছেন: ইলিশ মাছ ভাজা নাকি রান্না?

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১০

সোনালি কাবিন বলেছেন: ইলিশের দাম তো কমছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.