![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
সব ঠিক আছে সবার একই উদ্দেশ্য জনগনের সেবা করা,
(একটু পিছন তুলে দাড়ান সেবা করি!!!)
দ্রুত নির্বাচন দিন. দ্রুত নির্বাচন দিন.. দ্রুত নির্বাচন দিন...
রোডমেপ দিন. তারিখ দিন..অজু করে নাম নিন..
সেনা ব্যারাকে ফেরত দিন... ডজন খানেক দাবি মেনে নিন...
থানায় গ্রেপ্তারে আমাগো ছাড় দিন... তাতা ধিনধিন ধিন ধিন..
সামনে আসবে শুভো দিন, অমুক মার্কায় ভোট দিন...
আসল কথা যেটা এবার আমি বলি--
ভাই ক্ষমতা ছাড়া পাবলিক চাদা দিতে চায় না, দিলেও সেটা মিডিয়ায় চলে আসে। জেন-জি পোলাপান সব রেকর্ড রাখে, ক্যামেরা কথার আগে চলে।
কাবোদাচো জনগন ক্যামনে কইরা ৫ তারিখরে ৩৬ তারিখ পালন করলো।
ভাই জনগন আরো আমাগো চেহারা আরো ভালো ভাবে চেনার আগে ক্ষমতার একটু চাটা দিতে দিন। ১৭ বছর খালি পেটে আছি।
ক্ষমতা আর অর্থ উপার্জনের জন্য পা-চাটা রাজনীতি করা বন্ধ করে
দেশের মানুষের কথা একটু ভাবেন জনাব রহমান..
বাঙালীর শরীরে বুক সমান কলিজা আর বারুদের রক্ত রহমান...
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:১৪
লিংকন বাবু০০৭ বলেছেন: ভালো বলেছেন।
২| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৯
অনন্য দায়িত্বশীল বলেছেন: বাহ্ দারুন লিখেছেন।
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:১৫
লিংকন বাবু০০৭ বলেছেন: ভালো বলেছেন।
৩| ০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৪:৩২
মেঠোপথ২৩ বলেছেন: বিবিসি বাংলা: ছাত্রদের প্রসঙ্গে... ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে। বা এরইমধ্যে করে ফেলেছে। সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সরকার তাদের সহায়তা করছে। সরকার কি সহায়তা করছে তাদেরকে বা করেছে?
প্রধান উপদেষ্টা: না, সরকার কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায়, সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে। যিনি রাজনীতি করতে মন স্থির করেছেন, তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন, কার বাধা দেওয়ার কী আছে?
বিবিসি বাংলা: কিন্তু আপনি দায়িত্ব নেয়ার আগে এবং পরে বিভিন্ন সময় বলেছেন যে ছাত্ররাই আপনার বা আপনাদের নিয়োগকর্তা। সে কারণেই কি তাদের রাজনৈতিক কর্মকান্ডের প্রতি একটা সমর্থন আছে সরকারের?
প্রধান উপদেষ্টা: দেখিনিতো এখনও। দেখলে না ঠিক করবো যে ওদের কাজকর্ম ভালো হচ্ছে কিনা। প্রত্যকেরতো মনোভাব থাকবে যে ওই রাজনৈতিক দলটা সুন্দর কাজ করছে, ওই রাজনৈতিক দলটা ঠিক কাজ করছে না। এটা মনোভাব হতে পারে ব্যক্তিগতভাবে। সরকার হিসেবে আমাদের কোনো পজিশন নাই।
বিবিসি বাংলা: তাহলে আপনি কি বলবেন যে অভিযোগটা করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা সঠিক নয়?
প্রধান উপদেষ্টা: সঠিক নয় মোটেই
@সৈয়দ কুতুব , দয়া প্রপাগান্ডা ছড়ানো বন্ধ করুন
৪| ০৩ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
রাসেল বলেছেন: এখন বিএনপি আওয়ামী লীগের দৃষ্টিতে নিষ্পাপ হয়ে গেছে। হাসি পায়, মানুষ এদের আবার ভোট দিবে।
৫| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: দ্রুত নির্বাচন হারাম কিন্তু ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন হালাল। জাতীয় নির্বাচন হারাম কিন্তু স্থানীয় নির্বাচনে নিরীহ আওয়ামী লীগের অংশগ্রহণ আরাম।