![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সে সব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
১।
শের-এ-বাংলা এ কে ফজলুল হক সাহেব একবার বলেছিলেন, যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?" সত্যি বলতে, আমরা জাতি হিসেবে এতোটাই নীচে নেমে গেছি যে আমাদের ভিতর লুকিয়ে থাকা সিংহের গর্জন এখন বিড়ালের মিয়াও স্বরে রূপান্তরিত হয়েছে।তাই আজ চোখের সামনে যেকোন অন্যায়-অবিচার ঘটতে দেখলে আমরা মিয়াও মিয়াও করি সেই সকল বিড়ালের সামনে যারা আজ সিংহের বেশ ধারন করেছে।ফলশ্রুতিতে আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত উক্তি "মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না" অকেজো হয়ে যায়।চারদিক জুড়ে মানুষ নির্যাতিত হচ্ছে; মানবতা ধূলিস্যাত হচ্ছে অথচ আমরা সবাই চুপ।আমাদের এই নীরবতাই প্রমান করে আমরা পরাজয় বরন করেছি।অথচ আমরা কিন্তু সংখ্যায় কম নয়।আচ্ছা, এই জীবনকে এতো দাম দিয়ে কি লাভ?ভালো থাকবেন ভাবছেন?হাস্যকর!সত্যি হাস্যকর!অতীতে যারা এই জীবনকে প্রাধান্য দিয়েছিলেন তারা ইতিহাসের পাতায় আজও কলঙ্কিত।কাজেই স্মরন করুন সেই সকল নবী রাসূল এবং তাদের সঙ্গী সাথীদের কথা যাদেরকে লোকজন আজও শ্রদ্ধাভরে স্মরন করেন। কারন তাদের কাছে এই জীবনটা বড়ই তুচ্ছ ছিলো।তাদের কাছে মূল্যবান ছিলো তাকওয়া,মানবতা।আর এই জন্য নিজেদের তারা বিলিয়ে দিয়ছিলেন মানুষের কল্যানে।আমাদের উচিৎ তাদের অনুসরণ করা; তাদের অনুকরন করা তবেই কল্যান না হলে আমরাও সেই সকল মানুষদের অন্তর্ভুক্ত হবো যারা ইতিহাসের পাতায় আজও ঘৃণার পাত্র।
২।
আপনাকে যে মূল্যায়ন করে না আপনি তাকে মূল্যায়ন করুন।কারন তার মধ্যে স্বল্প হলেও ভালো গুন আছেই।দেখবেন আল্লাহর দয়ায় একদিন সেও আপনাকে আপনার তুলনায় অধিক মূল্যায়ন করবে।
৩।
দেশ জাতি বর্ণ বিচারে আমরা কখনও লাভবান হতে পারবো না।আমরা লাভবান হবো তখন যখন আমরা আত্মসংজ্ঞা উপলব্ধি করতে সক্ষম হবো।
৪।
যে মনে অনুকম্পাবোধ নেই সে মন ভালোবাসার সংজ্ঞা জানে না।
৫।
সম্পর্ক যখন ভেঙ্গে যায় তখন অবশিষ্ট কিছু থাকুক আর নাই বা থাকুক স্মৃতিগুলো কিন্তু ঠিকই থেকে যায়।
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
মাহমুদুর রহমান বলেছেন: এমন বোধ উদয় হওয়া ভালো লক্ষন।
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
রাইসুল সাগর বলেছেন: আমরা সেই জাতি যারা ৯ মাসে একটা দেশ স্বাধীন করে ফেলেছি। তারা আজ প্রতিবাদ করতেই ভুলে গেছি অন্যায়ের। ভালো লিখার সাবজেক্ট। ভাল থাকুন নিরন্তর।
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া ।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: ভেবে খুবই ক্ষুব্ধ হই কেন ধর্মের লেবাসধারী সৌদী আরবের বজ্জাতদের কথা ভাইরাল হয়না ?
কেন নারীদের গৃহকর্মের নামে সেখানে যৌনদাসী হিসাবে পাঠানো হয়?
কোনো সভ্য দেশ যৌনতা ও মর্যাদার বিনিময়ে কোনো রেমিটেন্স
চায় ?
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২
মাহমুদুর রহমান বলেছেন: অপরাধ যেই করুক অপরাধীর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠতেই হবে এটা ইসলামের নিয়ম।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
তারেক_মাহমুদ বলেছেন: ২ নং কথাটি পরম সত্য, তবে সহজে কিছু পাওয়া গেলে আমরা তার মূল্যায়ন করি না।
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
ধর্মীয়রা মানুষজনকে লজিক-বিহীন জীবনের দিকে টেনে বিভ্রান্ত করে ফেলেছেন, মানুষ সঠিক জীবন নিয়ে চিন্তিত না হয়ে, ভার্চুয়াল জীবন ভাবনায় ব্যস্ত।
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: লজিকবিহীন মন্তব্য।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭
জগতারন বলেছেন:
৫।
সম্পর্ক যখন ভেঙ্গে যায় তখন অবশিষ্ট কিছু থাকুক আর নাই বা থাকুক স্মৃতিগুলো কিন্তু ঠিকই থেকে যায়।
উপরের বাক্যটি পরম সত্য মনে করি।
৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:০২
মাহমুদুর রহমান বলেছেন: সে জন্যই বলেছি।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৫
সাইন বোর্ড বলেছেন: মনে রাখার মত কিছু কথা, ভাল লাগল ।
৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:০৩
মাহমুদুর রহমান বলেছেন: শুকরিয়া।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
++++
৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৮
মাহবুব উল হাসান নাফি বলেছেন: সত্যিই ভাবলে খুব খারাপ লাগে, সবদিক থেকেই সমৃদ্ধ এই জাতির আজ কী অবস্থা!