![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশকে ভালবাসি অনেক ভালবাসি অনেক............................
৬/৬/২০১৩ইং রোজ বৃহষ্পতিবার রাত্ ৭.৪৫ মিনিটে একই সময় ২জন গ্রাহক আসে বিকাশ করার জন্য। এক জন ক্যাশ ইন করবে অন্য জন ক্যাশ আউট। ক্যাশ ইন করার জন্য আমাকে ৪,০০০/= টাকা দেয়, অন্য জন কেশ আউটের জন্য পার্সনাল নাম্বার চায় আমি উনাকে নাম্বার দেই, এদিকে ক্যাশ ইন হচ্ছে না, সার্ভার প্রবলেমের জন্য, ইতিমধ্যে আমার মোবাইল কেশ ইন হয় ১৮,৫০০টাকা, বিকাশ মেসেইজ ট্রানকজেশন নাম্বার ব্যালেন্স সব কিছু দেখে আমি গ্রহককে টাকা দিয়ে দেই। পরবর্তীতে দেখি ওই মেসইজের টাকা আমার একাউন্টে জমা হয় নি। এটা কি করে সম্ভব !!!! হেল্প লাইনে কল দিয়ে আরও প্রায় ১০০টাকার উপরে গচ্ছা গেল, ওয়েট করতে করতে লাইন পাই না, এক সময় পেলাম ওরা বলল বিকাশ থেকে না কি এরকম মেসেইজ যেতে পারে না। এটা সম্ভব নয়। কিন্তু এটা হল কিভাবে ????
সামুর মাধ্যমে বিকাশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এভাবে বিকাশ থেকে যদি ফেইক মেসেইজ আসে তাহলেতো লক্ষ লক্ষ গ্রাহক সর্বসান্ত হবে। আপনারা অনুসন্ধানের মাধ্যমে আপনাদের গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করুন। এটা আপনাদের দায়ীত্ব। আমার যে টাকা লস হল ওই পরিমাণ টাকাতো আমি কয়েক কোটি টাকা লেনদেন করলেও লাভ করতে পারবনা। সুতরাং আমাকে বিকাশ একাউন্ট বন্ধ করে অন্যান্য ব্যংকিং সিষ্টেমে যেতে হবে। যে এজেন্ট নাম্বার থেকে মেসেইজটি এসেছিল : ০১৭৭৮৭৭৬৬০২ এই নাম্বার। এই এজেন্টের বিস্তারিত লিষ্টতো বিকাশ এর কাছে আছে। সুতরাং এই এজেন্ট কে খুঁজে বের করা অস্বাভাবিক কিছু না। দয়া করে এই প্রতারক হতে সবাই-কে রক্ষা করুন। একটা বিষয় বুজলাম না বিকাশ থেকে কিভাবে ফেইক ক্যাশ ইন হয় ????????????? বিঃ দ্রঃ ওরা কিন্তু দুই গ্রুপ এক সাথে আসে এক জন্য ক্যাশ ইন করবে অন্য জন ক্যাশ আউট। সুতরাং সাবধান। সাথে আরও ২/৪জন থাকে ওরা বিভিন্নভাবে আপনার মনোযোগ এ ব্যাঘাত ঘটানর চেষ্টা করে। সাবধান।
আমরা কি আইনি সহায়তা পেতে পারি না । মোবাইলের ইনবক্সেতো ক্যাশ ইন মেসেইজ আছে। কিভাবে আইনি সহায়তা পাবো সামুর অভিজ্ঞরা পরামর্শ দেন প্লিজ। সব-থেকে ভাল হয় সামুর অভিজ্ঞরা এ নিয়ে একটি পোষ্ট দিলে। সবাই উপকৃত হবে।
২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: bkash থেকে মেসেজ এলে টাকা লেনদেন করতে হবে । অন্যথায় আইনের আশ্রয় নিন ।
৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২
সেমিবস বলেছেন: কি অবস্থা শুরু হল দেশের
ইদানিং এটিএম কেলেংকারীতে তো অবস্থা আরো খারাপ
আপনার কার্ড ছাড়াই তুলে নিয়ে যাচ্ছে আপনার ব্যাংকের টাকা
গত কয়েকদিন যাবত তা প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় আসছে
৪| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৯
জাকিরুল্লাহ বলেছেন: DBBL Mobile Banking এ একাউনট করুন, এই ধরণের বাটপারি থেকে আশা করি মুকত থাকবেন।
৫| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬
অহনাব বলেছেন: বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আপনার ফোনে কোন নাম্বার থেকে ক্যাশ ইন মেসেজ এসেছে নাকি বিকাশ লেখা থেকে ক্যাশ ইন মেসেজ এসেছে সেটা দেখেন । কোন নাম্বার থেকে মেসেজ এলে সেটা ভুয়া যা আপনি খেয়াল করেননি । সেক্ষেত্রে টাকা গেলে আপনার ভুল ।
৬| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
িলপু_িসলেট বলেছেন: কনফার্মেশান মেসেজ "BKash" থেকে ই এসেছে এজন্যইতো দুশ্চিন্তার বিষয়। BKash থেকে ক্যাশ ইন হয়েছে অথচ ব্যালেন্সে টাকা নেই!!!!!!!!!!!!!!!!!!!!!!! বলেনতো এখন কি করতে পারি???
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: আপনার ফোনে কোন নাম্বার থেকে ক্যাশ ইন মেসেজ এসেছে নাকি বিকাশ লেখা থেকে ক্যাশ ইন মেসেজ এসেছে সেটা দেখেন । কোন নাম্বার থেকে মেসেজ এলে সেটা ভুয়া যা আপনি খেয়াল করেননি । সেক্ষেত্রে টাকা গেলে আপনার ভুল ।