নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি সেকেন্ডের জন্য আমাদের সে-কি যুদ্ধ!!!!!

দেলওয়ার হোসেন লিপু

িলপু_িসলেট

বাংলাদেশকে ভালবাসি অনেক ভালবাসি অনেক............................

িলপু_িসলেট › বিস্তারিত পোস্টঃ

বিকাশ থেকে ভূয়া ক্যাশ ইন মেসেইজের মাধ্যমে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে :( :( :( :( প্রতারিত হচ্ছে গ্রাহক প্রতারিত হচ্ছে বাংলাদেশ X( X( X(

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

0

৬/৬/২০১৩ইং রোজ বৃহষ্পতিবার রাত্ ৭.৪৫ মিনিটে একই সময় ২জন গ্রাহক আসে বিকাশ করার জন্য। এক জন ক্যাশ ইন করবে অন্য জন ক্যাশ আউট। ক্যাশ ইন করার জন্য আমাকে ৪,০০০/= টাকা দেয়, অন্য জন কেশ আউটের জন্য পার্সনাল নাম্বার চায় আমি উনাকে নাম্বার দেই, এদিকে ক্যাশ ইন হচ্ছে না, সার্ভার প্রবলেমের জন্য, ইতিমধ্যে আমার মোবাইল কেশ ইন হয় ১৮,৫০০টাকা, বিকাশ মেসেইজ ট্রানকজেশন নাম্বার ব্যালেন্স সব কিছু দেখে আমি গ্রহককে টাকা দিয়ে দেই। পরবর্তীতে দেখি ওই মেসইজের টাকা আমার একাউন্টে জমা হয় নি। এটা কি করে সম্ভব !!!! হেল্প লাইনে কল দিয়ে আরও প্রায় ১০০টাকার উপরে গচ্ছা গেল, ওয়েট করতে করতে লাইন পাই না, এক সময় পেলাম ওরা বলল বিকাশ থেকে না কি এরকম মেসেইজ যেতে পারে না। এটা সম্ভব নয়। কিন্তু এটা হল কিভাবে ????

সামুর মাধ্যমে বিকাশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এভাবে বিকাশ থেকে যদি ফেইক মেসেইজ আসে তাহলেতো লক্ষ লক্ষ গ্রাহক সর্বসান্ত হবে। আপনারা অনুসন্ধানের মাধ্যমে আপনাদের গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করুন। এটা আপনাদের দায়ীত্ব। আমার যে টাকা লস হল ওই পরিমাণ টাকাতো আমি কয়েক কোটি টাকা লেনদেন করলেও লাভ করতে পারবনা। সুতরাং আমাকে বিকাশ একাউন্ট বন্ধ করে অন্যান্য ব্যংকিং সিষ্টেমে যেতে হবে। যে এজেন্ট নাম্বার থেকে মেসেইজটি এসেছিল : ০১৭৭৮৭৭৬৬০২ এই নাম্বার। এই এজেন্টের বিস্তারিত লিষ্টতো বিকাশ এর কাছে আছে। সুতরাং এই এজেন্ট কে খুঁজে বের করা অস্বাভাবিক কিছু না। দয়া করে এই প্রতারক হতে সবাই-কে রক্ষা করুন। একটা বিষয় বুজলাম না বিকাশ থেকে কিভাবে ফেইক ক্যাশ ইন হয় ????????????? বিঃ দ্রঃ ওরা কিন্তু দুই গ্রুপ এক সাথে আসে এক জন্য ক্যাশ ইন করবে অন্য জন ক্যাশ আউট। সুতরাং সাবধান। সাথে আরও ২/৪জন থাকে ওরা বিভিন্নভাবে আপনার মনোযোগ এ ব্যাঘাত ঘটানর চেষ্টা করে। সাবধান।



আমরা কি আইনি সহায়তা পেতে পারি না । মোবাইলের ইনবক্সেতো ক্যাশ ইন মেসেইজ আছে। কিভাবে আইনি সহায়তা পাবো সামুর অভিজ্ঞরা পরামর্শ দেন প্লিজ। সব-থেকে ভাল হয় সামুর অভিজ্ঞরা এ নিয়ে একটি পোষ্ট দিলে। সবাই উপকৃত হবে। আর একটি কথা,,,, কোন মোবাইল নাম্বার থেকে নয় সরাসরি bKash থেকেই ক্যাশ ইন ম্যাসেইজ এসেছে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

রিফাত হোসেন বলেছেন: স্টিকি করা হোক

২| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: সর্ষেতে ভুত আছে, হয়তো গ্রামীনেরই কিছু কর্মকর্তা জরিত ।

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪১

িলপু_িসলেট বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: সর্ষেতে ভুত আছে, হয়তো গ্রামীনেরই কিছু কর্মকর্তা জরিত ।

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

সৌমিক জামান বলেছেন: আজ কাল কিছু অনলাইন সার্ভিস কোম্পানি বাল্ক এস এম এস বিক্রি করে। এই রকম কিছু হয়ত যেমন স্বপ্ন, সেল বাজার ইত্তাদি। এই রকম একটা পোস্ট এর জন্য ধন্যবাদ

৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০০

িলপু_িসলেট বলেছেন: সৌমিক জামান@ ভাই আমি শেষ

৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০১

দি সুফি বলেছেন: লিপু ভাই আপনার ইনবক্সে আসা মেসেজটা দয়াকরে হুবহু এখানে পেষ্ট করবেন?

বিকাশের সিস্টেম আরো ভালো করা উচিত। অনলাইনে ফুল ট্রানজেকশন হিস্টোরি দেয়া উচিত। কিন্তু ওদের সব মোবাইলের ভিতরেই, যা বেশ পেইনফুল। আর ওদের কাষ্টমার কেয়ারে ফোন করলে তো ১৫-২০ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়!

৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৪

ইজীটক বলেছেন: স্টিকি করা হোক .

৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৩

িলপু_িসলেট বলেছেন: দি সুফি@
06/06/13 07:58pm
Cash In Tk 18,500.00 from
01778776602
successfull. fee Tk
0.00.Balance Tk
23,320.55 TrxID
234898059 at
06/06/2013 08.21

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৬

িলপু_িসলেট বলেছেন: ভাই এই ম্যাসেইজটি বিকাশ থেকে এসেছিল। ক্যাশ ইন দেখে ক্যাশ আউট দিয়ে দেই।

১০| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

দি সুফি বলেছেন: লিপু ভাই দেখেনতো আপনার ট্রানজেকশন লিষ্টে এই TrxID এবং টাকার অ্যামাউন্ট আছে কিনা।
এরপর আপনার নিকটবর্তী ব্র‌্যাক ব্যাংকে যোগাযোগ করুন।

১১| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

অচিনপাখি বলেছেন: বাংলাদেশ ব্যাংক -এ জানান..

১২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

িলপু_িসলেট বলেছেন: বাংলাদেশ ব্যাংক এ কেমনে জানাব ?????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.