নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর তাই খুজিতেছি ঘড়।

লিপু বাছার

লিপু বাছার › বিস্তারিত পোস্টঃ

নর্মাল ডেলিভারি করায় এমন কিছু হসপিটাল এর নাম চাই।

২০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:১৩


সবাইকে অগ্রিম ধন্যবাদ।
আমার স্ত্রী আজ ৬ মাষ হলো প্রেগন্যান্ট। এতোদিন তেমন ভাল কোন ডাক্তার দেখাইনি। এলাকার একজন গাইনী আপা কে দেখাচ্ছিলাম। আল্লাহ এর রহমতে সব কিছু এখন প্রজন্ত ঠিক আছে। কোন সমস্যা হয়নি। তাই কোন বড় ডাক্তার বা টেস্ট করানো হয়নি। তাই আমি এখন চাচ্ছিলাম কোন এক হসপিটালে ডেলিভারি করাবো। তেমন কনো ভরসা পাচ্ছিনা হসপিটাল গুলাতে। সব যায়গাতেই নিলেই পেট কেটে বাচ্চা বাহির করে দিচ্ছে। এ যেন মনে হয় কাটা কাটির খেলা আর টাকার। আমার ভাবির ৪ মাষ আগে এমন হয়েছে। আগে থাকতেই ডাক্তার সিজার এর টাইম দিয়ে দেয়। জিজ্ঞাস করলাম কেন সিজার করাবেন সেই এক মোখস্ত কথা বলছে বাবু নাকি পায়খানা করে দিয়েছে পেটে আর পেটের থলি ফেটে গেছে। তাই এখন আর কাওকেই বিশ্বাস হয় না । এখানে অনেক মহিলা ডাক্তার অথবা পুরুষ ডাক্তার থেকে থাকবেন দয়া করে মাইন্ড খাবেন না । সবাই সমান না । তাই আপনাকে বলছি না। সবাই যদি এক হতো তাহলে আর ভাল খুজতাম না । আমিও সেই কাটা কাটিতেই যেতাম।
এখন ভাই এমন কোন সরকারি বা বেসরকারি হসপিটাল এর নাম এবং ঠিকানা দেয়া যাবে ঢাকার মধ্যে? যারা একেবারে লাস্ট প্রযন্ত চেস্টা করে নর্মাল এর জন্য? যদি রুগী এর কোন সমস্যা না হয় এর আগে কোন ধরনের অপোরেশন চালায় না ।

সিবাইকে ধনবা্‌, আশা করি উত্তর পাবো

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:




কোনদিন কি করলেন, কিছুই জানালেন না, এখন এতবড় সংবাদ!

২০ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৫৮

লিপু বাছার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
সব কিছু কি সব যায়গায় সবার কাছে জানানো যায় ? :D

২| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫৯

দূর আকাশের নীল তারা বলেছেন: ঢাকার আজিমপুরের মের্টানিটি হাসপাতালে নিয়ে যেতে পারেন। আশা করি, ওখানে অযথা পেট কাটবে না।

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৪

লিপু বাছার বলেছেন: ধন্যবাদ ভাই। আচ্ছা আদ দিন হসপিটাল টা কেমন ?

৩| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৭:০৯

রাশেদ রাহাত বলেছেন: আমি বাবা হতে আর মাত্র ২৮ দিন বাকি (ডাঃ এর টেস্ট)

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৬

লিপু বাছার বলেছেন: কোথায় ভর্তি করার কথা ভাবছেন ভাই ?

৪| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৪

বটপাকুড় বলেছেন: আপনি চেষ্টা করুন সরকারি হাসপাতালে যেতে, ওখানে টাকার কারণে সিজার করানোর চান্স কম। ঢাকা মেডিক্যাল কিংবা সলিমুল্লাহ অথবা সরহ্বারদি তে খোজ নিয়ে দেখতে পারেন

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৫

লিপু বাছার বলেছেন: এগুলাতে ভাই অনেক ভোগান্তি। আমি দেশে নাই ভাই নাহলে এগুলাতেই করাতাম। :(

৫| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪২

চাঁদগাজী বলেছেন:




চন্দ্রঘোনা হাসপাতাল

৬| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৫

ঢাকাবাসী বলেছেন: এদেশের ডাক্তাররা বড়ই নির্মম অর্থলোভি পিশাচ, টাকার জন্য সিজার করাবেই। কোলকাতায় যে কোন হসপিটালে যান।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৭

লিপু বাছার বলেছেন: ভাই গরীবের বিদেশ গিয়ে বাচ্চা জন্মানো বরই দায় !!! :(

৭| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৭

দেশী পোলা বলেছেন: সেভ দা চিলড্রেন এর একটা প্রজেক্ট আছে, মামনি হাসপাতাল, ওখানে খোজ নিতে পারেন। দেশে বিদেশে হরহামেশাই নিরাপদ প্রসব হয়, দেশের কোন অভিজ্ঞ ধাই বা নার্সের সাথে কথা বলে রাখুন, সেই সাথে অবস্ট্রেটিকস এর কোন ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন যাতে সমস্যা হলে সেখানে যেতে পারেন।

ডাক্তারের সাহায্য ছাড়াই কোটি কোটি শিশু জন্ম নিচ্ছে, আপনার ক্ষেত্রেও কোন সমস্যা হবে না।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৯

লিপু বাছার বলেছেন: ধন্যবাদ ভাই। কিন্তু মা মনি হসপিটাল সিলেটে বা চিটাগং এ ঢাকায় নাই মনে হয়।

৮| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) বলেছেন: ভাই বাংলাদেশের কোথাও ভালকোনো হসপিটাল পাবেন না। বিদেশ চলে যান।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১:৪০

লিপু বাছার বলেছেন: ভাই গরীবের বিদেশ গিয়ে বাচ্চা জন্মানো বরই দায় !!! :(

৯| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯

অহনাব বলেছেন: আমার কাছে ত মনে হয় সিজারই ভাল। তাইলে রোগী কষ্ট কম পাবে।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১:৪১

লিপু বাছার বলেছেন: কখনো সিজার করিয়েছেন আপনার ভাই ??

১০| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

শফিউল রনি বলেছেন: ইসলামী ব্যাংক হাসপাতাল। আমার স্ত্রী এর ক্ষেত্রে শেষ পর্যন্ত চেস্টা করেছে (প্রায় এক দিন)। যদিও পেটের পানি কমে যাওয়ায় জটিলতা এড়াতে পরে সিজারই করতে হয়েছিল। ঐখানে প্রতিদিন অনেক বাচ্চাই নরমাল হয়। সেবা ভাল, খরচ কম। হাসপাতালে নেওয়ার পর যা দরকার হয় তারাই করে, ওষুধ, ইঞ্জেকশন যা লাগে তারাই নিয়ে আসে, আবার না লাগলে ফেরত নিয়ে নেয়। রোগীর সাথের লোকজনকে দৌড়া দৌড়ি কম করতে হয়।

আরো একটা পরামর্শ দিবো, একটু বড় হাসপাতালে নিবেন, যেখানে শিশু সহ, অন্য এই সম্পর্কীয় জটিলতা মোকাবেলার ব্যবস্থা আছে।

১১| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহর উপর ভরসা করেন।

১২| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৫

লিপু বাছার বলেছেন: ধন্যবাদ সবাইকে। আল্লাহ ভরসা ,
আমাকে আজকে আমার এক ফুফু বলতেছে বশুন্ধরা রিভার ভিউ আদ দিন হসপিটাল এর কথা। সেখানে আমার ফুফুর বাবু হইছে। সেবার মান নাকি খুব উন্নত। আর নতুন তাই অনেক ক্লিন। এটা একটা মহিলা কলেজ ও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.