নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা পাগলা

মাথা পাগলা › বিস্তারিত পোস্টঃ

নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০১



প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। তা-ই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নজরুলের পরিবারও। তারা নিশানা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। শনিবার পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় কবির জন্মভূমিতে বসে তাঁর পরিবারের সদস্যদের আশঙ্কা, এর পর বাংলাদেশের জাতীয় কবির সমাধির উপর আক্রমণ হবে না তো!

নজরুলের পরিবারের সদস্য সোনালি কাজী এবং স্বরূপ কাজীর বক্তব্য, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অনৈতিক। নিয়ম মতো ওই স্থানে বিশেষ কয়েক জনকে সমাধিস্থ করা হয়। এত জায়গা থাকতে নজরুলের সমাধির পাশে হাদিকে সমাধিস্থ করার সিদ্ধান্তের নেপথ্যে রাজনীতি রয়েছে। সোনালি বলেন, "আমাদের প্রাণের কবি বাংলাদেশে শেষ জীবন কাটিয়েছেন। এত দিন বাংলাদেশে আমরাও (পরিবারের অন্যেরা) ভাল ছিলাম। কিন্তু এখন যা হচ্ছে...।" তাঁর সংযোজন, "ওই কবরস্থানে সকলকে সমাধিস্থ করা হয় না। কিন্তু ছায়ানট ভাঙচুর করা, রবীন্দনাথের বই পুড়িয়ে দেওয়া বাংলাদেশিদের উগ্রবাদীরা হাদিকে সমাধিস্থ করলেন কবির সমাধির পাশে! এটা হল কেন?

নজরুল যেখানে সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছেন, জাতের নামে বজ্জাতির কথা বলেছেন, তখন তাঁর সমাধির পাশে এমন এক জনকে সমাধিস্থ করা হল সরকারেরই নির্দেশে!" তাঁর আশঙ্কা, আগামিদিনে হয়তো কবির সমাধিও ওখানে থাকবে না। তিনি বলেন, "পৃথিবীতে ভাল মানুষের জায়গা কি হারিয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথ-নজরুলকে কি পরবর্তী প্রজন্ম অস্বীকার করবে? আমাদের আর্জি, নজরুলকে যেন অসম্মান করা না-হয়। তবে এই সরকারের (বাংলাদেশের অন্তর্বতী সরকার) দায়বদ্ধতা নেই। আমরা ভীষণ মনোকষ্টে রয়েছি। আমরা মর্মাহত।"

কবির পরিবারের আর এক সদস্য স্বরূপ জানান, ১৯৭৬ সালে বিদ্রোহী কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয়। সেখানে আততায়ীদের গুলিতে নিহত কট্টরপন্থী নেতাকে কোন যুক্তিকে কবর দেওয়া হয়, তাঁর মাথায় ঢুকছে না।

লেখাঃ আনন্দবাজার পত্রিকা

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪৬

এনামেল হউক বলেছেন: ছাগলের বাচ্চারা হুদাই চেঁচায়।

"নজরুল-হাদির পাশে আরো শায়িত আছেন যারা" (না থাকলেও কিছু আসত-যেত না)
https://www.kalerkantho.com/online/campus-online/2025/12/20/1622579

২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৭

মাথা পাগলা বলেছেন: ভালো কোন কথা থাকলে বলুন নয়তো রাজাকারি vibe নিয়ে এসে পোস্ট নষ্ট করবেন না।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখানে আরো অনেকেই আছেন।
তবে তারা ভালো মানুষ।

২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০২

মাথা পাগলা বলেছেন: একদম! ঐ কবরস্থানের অনেকেই ইতিহাসে সম্মানিত, তবে হাদির কর্মকাণ্ড সেই সারির না।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "পৃথিবীতে ভাল মানুষের জায়গা কি হারিয়ে যাচ্ছে?
.................................................................................
অবশ্যই,
বিশেষ করে বাংলাদেশ থেকে ।
দিন দিন আমরা হনুমানের বংশ বিস্তার করছি ।

২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০৫

মাথা পাগলা বলেছেন: দেশ থেকে এখন ভদ্রতা আর বিবেক মনে হয় পালিয়ে গেছে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:২১

আলামিন১০৪ বলেছেন: আওয়ামী ভাদার ল্যাঞ্জা বের করে ফেলছে রে!

২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৪

মাথা পাগলা বলেছেন: হাতি দেখতে কুলার মতো আর দড়ির মতো, তাই তো?

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৪৯

কামাল১৮ বলেছেন: এই কবর এখানে থাকবেনা।সংসদ থেকে প্রস্তাব পাশ করেই এই কবর সরানো হবে।

২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৬

মাথা পাগলা বলেছেন: নির্বাচন খুব শিগগিরই হবে বলে মনে হয় না। দেশে এত সমস্যা চলছে যে হাদির কবর নিয়ে ভাবার মতো সময় বা সুযোগ কারও নেই। বীরশ্রেষ্ঠদের নামের পাশে যদি হাদি-সাইদদের নামও একসঙ্গে টানা হয়, সেটাই হবে সবচেয়ে বড় আইরনি। অবদান - ভারতের *উয়া ছিড়ে ফেলার হুমকি দিয়েছিলো।

হাসনাতরা পুলিশ নিরাপত্তা ছাড়া বিপ্লবী কার্যক্রম চালাতে পারে না। আবার সেভেন সিস্টার দখলে বের হলে নিউজ হয়, বাংলাদেশ পুলিশের বাঁধার মুখে ভারত কমিশন অফিসে যেতে পারেনি। =p~

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৩৮

ইমরান আশফাক বলেছেন: =p~

২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৭

মাথা পাগলা বলেছেন: জয় বাংলা!

৭| ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৪

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: হাতি দেখতে কুলার মতো আর দড়ির মতো, তাই তো?

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বললেই কট্ররপন্থী? একটা উদাহরণ দিই- আপনার দাদাবাবুরা উজানে আমাদের না জানিয়ে ডজন জডন স্ট্রাকচার তৈরি করে পানি সরায়ে নেয় আর আমরা ভাটিতে গঙ্গা ব্যারেজ বানানোর জন্য ওদেরকে নক্সা দিয়েও অনুমতি পাই নাই....। ভারত মাতার প্রেম উথলে উঠলে ও দেশে গমন করেন....

২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৮

মাথা পাগলা বলেছেন: জয় বাংলা!

৮| ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০০

আমি নই বলেছেন: হাদি উগ্রবাদী ছিলেন এটা প্রথম জানলাম। একজন বাংলাদেশীর জন্য ভারত-পাকিস্তান বা অন্যদেশ বিদ্বেষীতা কোনো ভাবেই উগ্রবাদীতার মাঝে পরে বলে আমার মনে হয় না। তবে ঐ দেশগুলোর দালাল এবং জনগনের দৃষ্টি ভংগি আলাদা হবে, তারা উগ্রবাদি মনে করতে পারে। তাদের মতামতের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না।

কবির বংশধরদের জানা উচিৎ ছিল কতটা দরদ ভরা কন্ঠে হাদি কবির কবিতা আবৃতি করতেন, সো-কলড তৌহিদি জনতা নামক বোকা প্রজাতিকে তিনি সমর্থন করতেন বা তিনি ছায়ানট-রবিন্দ্রনাথের বই পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন বলে জানা নাই। প্রথম আলোর সামনে বিক্ষোভের সময় তিনি বলেছিলেন, পারলে প্রথম আলোর বিকল্প আরও ১০টা প্রথম আলো বানান, এরকম কথা আগে কারো মুখে শোনা যায় নাই। কিন্তু হাস্যকর ভাবে আলুপোড়া খাওয়াদের দায় হাদির উপর দেয়া হচ্ছে।

ভারত এবং লীগের বিরোদ্ধে বলতে গিয়ে হাদি মুখের ভাষা খারাপ করেছিলেন, তাদের সমস্যা হলে তারাও মুখ খারাপ করেই গালি দিতে পারত। হত্যা করে আবার উগ্রবাদী ট্যাগ দেয়, যেটা সত্যিই হাস্যকর।

তিনি অবস্যই আলাদা ছিলেন, বিদ্রোহি কবির মতই আলাদা।

২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৪

মাথা পাগলা বলেছেন: হাদি ৭১ কে স্ক্যাম মনে করে, আপনি কোন পক্ষের লোক? বাংলাদেশে এখন যে হাওয়া চলছে "গুআ" মারা গেলে তাকেও হয়তো সংসদ ভবনে কবর দিতো!

বামাতিদের মতো বলার চেষ্টা করলামঃ হাদি ভারতবিদ্বেষী ছিলেন বলেই "উগ্রবাদী" ট্যাগ লাগাতে হবে, এটা আমি মানি না। কিন্তু এখানে মূল ইস্যু "হাদি কেমন মানুষ" না, ইস্যুটা হলো নজরুলের সমাধি-চত্বরের নিয়ম, স্বচ্ছতা, আর প্রতীকি সম্মান। হাদি যদি নিজে এসবের নির্দেশ না দিয়েও থাকেন, তবু "সমাধির পাশে কবর" সিদ্ধান্তটা প্রতীকীভাবে বড় বার্তা দেয়। তাই হাদিকে ডিফেন্ড করতে গিয়ে নজরুল পরিবারের উদ্বেগকে "গুরুত্বহীন" "হাস্যকর" বলা ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.