| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিট্রিমিসটিক
বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। বই কেনাকে টাকা নষ্ট মনে করবেন না, কেননা বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। বইয়ের প্রতি আপনার আকর্ষণ না থাকলে আফসোস আপনার যে আপনি বইয়ের মর্ম বোঝেন না। নিজে বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন।
জীর্ণ এই ধরনীর কোণায় ঝরে পড়া
সভ্যতার এক অপবিত্র তরল বিন্দু,
বিকশিত হয় - শত দীর্ঘশ্বাস, লাঞ্ছনা
আর করুণার চুইয়ে পরা পুষ্টি নিঙড়ে ;
আশায় তার স্বপ্নসিন্ধু।
ক্রমে বেড়ে ওঠে পরগাছা (জারজ বিটপী)
রূপী পরিচয়ে-
সম্ভাব্যতায় সন্ধিহান, প্রত্যাশায় ম্লান,
অঙ্কুরিত হয় কিশলয়ে ;
কত ঊর্ণতন্তু সুপ্তি খেলার সোনার কাঠি
কোরে সেই নিষ্প্রাণ তরু,
আনিশ্চয়তার পিঠে বৃদ্ধাঙ্গুলিএঁটে,
দুর্ভাগ্যের মুখে লাগাম গুঁজে,
অনুরণন তোলে -
এক জীবন বলিরেখারর শুরু।
প্রথম কিরণ আভা, ধোঁয়াশার
হৃদয় বিদীর্ণ করে,
বিলিয়ে দেয় আলতো স্পর্শ, বর্ধিষ্ণু
তরুর শুক্লপক্ষে।
ক্রমেই লয় আশ্রয়,
উদ্বাস্তু ধুলিকাগুচ্ছ ;
বিবর্ণ পিপীলিকা আর পরিচয়হীন
কিছু প্রাণ,
লক্ষ্যে বিটপীর মূলগুচ্ছ।
হিমাদ্রীর আর্দ্র ভাষ্য, ডানপন্থী
পবন-পরশ করে জাগ্রত,
অনর্থক কিছু দুঃস্বপ্ন মাখা, পরিণয়হীন
প্রণয় পঞ্চায়েত অবিরত।
সহসাই যাত্রাপথ আগলে, শনি হয়ে
মহাকাল-কন্টকরূপী বর্ম এঁটে;
মুছে দিয়ে চায় আগমন-বিচরণ
স্মৃতিসমেত বিটপীর নাম-
ইতিহাসের বুক হতে।
নির্বাক দৃষ্টি হয় পেরেশান
যখন করে অনুধাবন,
হননকর্তা আর কেহ নয় তাহার
সৃজন নিমিত্ত স্বয়ং ;
প্রশ্নাতুর চিত্তে, অশ্রুবারির
গোপন সৎকার শেষে,
সংশয়কে পুঁজি করে অপেক্ষায় রয়
নিষ্প্রাণ হইবার আশে।
বেহুলা তরু নিরুপায় অতি
ব্যক্তি স্রষ্টার ইচ্ছার পানে,
কুর্নিশে বাধ্য সে, স্রষ্টার
অন্তঃকরনের বিলাস-বাসনে।
তবুও লয়না অভিসম্পাতের বাণী মাত্র ;
কেননা,
সৃজকের নিকট সৃজন লীলা নিমিত্ত।
সৃষ্টির তরে তর্জনী উত্তোলন-
স্রষ্টার অধিকার একান্ত।
তাহার বিলুপ্তি সাধন,
স্রষ্টারই আওতাধীন -
ইহার সম্মুখে সৃষ্টির বিমূঢ় ক্রন্দন
মাত্রই অর্থহীন।।
২|
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১১
লিট্রিমিসটিক বলেছেন: খুব খুশি হলাম। স্বাগত জানানোর জন্য অত্যন্ত ধন্যবাদ। এটা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকব..।
৩|
৩০ শে জুন, ২০১৮ রাত ১:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
খুব ভাল লাগা! ব্লগে শুভেচ্ছা জানাই!
৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫০
লিট্রিমিসটিক বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা সাদরে গ্রহণ করলাম।
৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় হোক, স্বচ্ছন্দ হোক ও নিরাপদ হোক!
হ্যাপী ব্লগিং!
এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। ভাল লেগেছে। বিশেষ করে কবিতার শেষ সাতটি চরণ চমৎকার হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৫
আমি অথবা অন্য কেউ বলেছেন: ব্লগে স্বাগতম। প্রথম কমেন্ট আমার। শুভকামনা রইলো