নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঞ্জালে একজন সাধারণ মানুষ।

অগ্নিপাখি

প্রতিদিন হাজারো মানুষ হারিয়ে যায়, আমি সেই হারিয়ে যাওয়া মানুষদেরই একজন। ভালবাসি বই পড়তে, বই সংগ্রহ করতে, স্ট্যাম্প জমাতে, ভাল চলচ্চিত্র দেখতে, মাঝে মাঝে লেখালেখি করতে, ভালবাসি কবিতা আর ভালবাসি একা একা পুরনো ঢাকায় ঘুরে বেড়াতে। হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। এছাড়া অন্যান্য লেখকদের বইও ভালো লাগে। অন্যান্য লেখকদের মধ্যেঃ আহমদ ছফা, রশিদ করিম, মুনতাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, নিমাই ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, সৈয়দ মুজতবা আলী, শহীদ জহির রায়হান, সত্যজিৎ রায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, সুনীল, সমরেশ , খূশবন্ত সিং, এলান পো, এরিখ মারিয়া রেমার্ক, মার্ক টোয়েন, ম্যাক্সিম গোর্কি, ভিক্টর হুগো, ফ্রাঞ্জ কাফকা, পাওলো কোয়েলহো, হারুকি মুরাকামির লেখাও অনেক বেশী ভালো লাগে। মন খারাপ থাকলে কবিতায় ডুবে যাই। আবুল হাসান, শহীদ কাদরি এবং জীবনানন্দ আমার খুব প্রিয় কবি। মুক্তিযুদ্ধ আমার অন্যতম পছন্দের একটা বিষয়। মুক্তিযুদ্ধের উপর লেখা যে কোন বই পেলে কিনে পড়ি। ঘৃণা করি যুদ্ধাপরাধী রাজাকারদের। এইতো এই আমি।

অগ্নিপাখি › বিস্তারিত পোস্টঃ

৭১ এ ঢাকার গেরিলা অপারেশনগুলো। পর্ব ০২ অপারেশন গ্যানিজ এবং ভোগ

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

অপারেশন গ্যানিজ এবং ভোগঃ

এই অপারেশনের মূল ব্যাক্তি ছিল ৩ জন ঃ মায়া, মানু এবং গাজী দস্তগীর। অপারেশনের তারিখ ঠিক করা হয় ১৮ জুলাই এবং গেরিলারা রেকি সম্পন্ন করে ১৭ জুলাই। নির্দিষ্ট দিন বিকেল ৪ টায় গেরিলারা ৯০ সি.সি হোন্ডায় চেপে ঘটনাস্থলে আসে। তাদের কাছে তখন ছিল একটি স্টেনগান, কয়েকটি গ্রেনেড-৩৬ এবং ফসফরাস বোমা। তাদের কভার দিয়েছিল একটি টয়োটা গাড়িতে বসে থাকা সামাদ, উলফাত এবং জুয়েল।

একজন অবাঙ্গালীর কাছ থেকে আনা ৯০ সি.সি হোন্ডা চালাচ্ছিল মানু, তাঁর পেছনে মায়া এবং গাজী। গাজীর হাতে ছিল স্টেনগান। নির্ধারিত জায়গায় রেকি করে দেখল যে গ্যানিজ এর পাহারায় ৪ জন পুলিশ রয়েছে। হোন্ডা থেকে গাজী লাফ দিয়ে নেমে দৌড়াতে দৌড়াতে স্টেনগান এ ম্যাগাজিন ভরে চলে গেল মেইন গেট এর কাছে। তাঁর পেছনে ছিল মায়া। সে চিৎকার করে বলল- “হ্যানডস আপ!” এবং তৎক্ষণাৎ গাজী পুলিশদের ব্রাশফায়ার করলো। মায়া দোকানের ভেতরে ছুড়ল একটি গ্রেনেদ-৩৬ এবং পরে একটি ফসফরাস বোমা। মুহূর্তেই রাস্তাঘাট খালি। হোন্ডার উপর বসে রয়েছে মানু আর কভার দেয়া টয়োটা আড়াআড়িভাবে স্টেন এর নল বের করে রাস্তার উপর দাড়িয়ে আছে।

পরের গন্তব্য ঃ ভোগ। দ্রুতবেগে ছুটে চলে হোন্ডা। গাজীর হাতে “পিন আউট” করা ফসফরাস গ্রেনেড। যে কোন মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ! তাঁরা লক্ষ্যস্থলে পৌছিয়ে দেখল ভোগের কর্মচারী দোকান বন্ধ করবার চেষ্টা করছে... সাটার আর মাত্র এক হাত খোলা! সেই অবস্থাতেই গাজী সাটার লক্ষ্য করে ছুড়ে মারে ফসফরাস গ্রেনেড। সফল হয় গেরিলাদের আরেকটি অপারেশন।

এই অপারেশনে নিহত হয়েছিল- ৪ জন পশ্চিম পাকিস্তানি পুলিশ। আর এই অপারেশনের অন্যতম গেরিলা জুয়েল পরবর্তীতে শহীদ হন। (চলবে)

গেরিলা গোলাম দস্তগীর গাজী এবং ক্র্যাক প্লাটুন সম্পর্কে লিঙ্ক গুলো নিচে দেয়া হল। আশা করি এটা আরও জানতে সাহায্য করবে।

গোলাম দস্তগীর গাজী

ক্র্যাক প্লাটুন



তৃতীয় পর্ব ঃ অপারেশন উলান ও গুলবাগ পাওয়ার ষ্টেশন

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

অগ্নিপাখি বলেছেন: bn.wikipedia.org/wiki/ক্র্যাক_প্লাটুন
bn.wikipedia.org/wiki/গোলাম_দস্তগীর_গাজী‎

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চালিয়ে যান । শুভকামনা থাকলো । প্লাস ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

ফলক বলেছেন: চালিয়ে যান। সালাম।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

কান্ডারি অথর্ব বলেছেন:




চলুক

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

অগ্নিপাখি বলেছেন: ধন্যবাদ সবাইকে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

আমিতপু বলেছেন: লিঙ্ক কাজ করে না :(( :(( :((


৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

অগ্নিপাখি বলেছেন: @আমি তপু, লিঙ্ক এ একটু সমস্যা আছে। আপনি নিচের লিঙ্ক দুটো দেখেন
bn.wikipedia.org/wiki/ক্র্যাক_প্লাটুন
bn.wikipedia.org/wiki/গোলাম_দস্তগীর_গাজী‎

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

মামুন রশিদ বলেছেন: বিজয়ের গল্প চলতে থাক ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লাগলো। চলতে থাকুক :)

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

পাখা বলেছেন: চলুক সাথে আছি...

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

অগ্নিপাখি বলেছেন: মাঈনউদ্দিন মইনুল এবং পাখা- আপনাদের দুজনকেই ধন্যবাদ

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

এ কে এম রেজাউল করিম বলেছেন: ভালো গাগল। জয়তু বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.