![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো সে তো আমার মনে।কে আমাকে ভালো থাকাবে।আমি যদি না থাকি ভালো।কাও কে ভালোবাসলে কিংবা কেও ভালোবাসলে ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নাই।ভালো থাকাটা আপেক্ষিক।আপনি যদি চান শত কষ্ট এর মাঝে ও ভালো থাকতে পারেন।মন কে জিজ্ঞাস করুন কেন মন ভালো নাই।কে আপনার মন ভালো না থাকার পিছনে আছে।খুঁজে বের করুন কারণ,কি করেলে খারাপ হয় আর কি না করলে ভালো থাকবেন চিন্তা করে দেখেন।ভালো লাগে না ভালো লাগে না বলে বসে থাকবেন না।আপনের ভালো আপনের মাঝে বিরাজমান,কিন্তু আমরা তা দেখতে পাই না কিংবা খুজি না।সব সময় খালি অন্যকে দুষারোপ করি নিজে ভালো না থাকার জন্য।কেন খালি অন্য কে দুষারোপ করি নিজের দূষে নিজেই তো পচে মরছি।আমার অন্যের ভালো থাকা কখনো চোখে দেখতে পারি না।চোখ খস খস করে।তাই তো অন্যের ক্ষতি করতে গিয়া নিজের ক্ষতি করে ফেলি।ভালবাসার মানুষ বলেন আর অন্য যে কেউ আপনের ভালো লাগাতে পারে কিন্তু ওই ভালো লাগাটার মাঝে এক ধরনের কৃত্রিমতা থাকবেই তার চাইতে নিজের ভালো নিজেই খুঁজে নিয়া অনেক ভালো।তাতে আপনের ভালো তা আপনারই থাকলো,আর কারো মুখাফিকি হতে হলো না ,ভালো থাকবেন সবাই ...........................................................
©somewhere in net ltd.