নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা

কইলজার ভিতর গাতি রাইখম তোয়ারে, সিনার লগে বাধি রাইখম তোয়ারে ও ননাইরে ।।ঐ।।২ তুই হইলা আ’র কইলজার বডু– পরানের আধান. তোরে ছারা না ঠিকের বৈদেশত পরান ।।২ আর কোন দিন নাযায়ুউম আই’য়।। ২ তোয়াওে ছারিয়ারে ও ননাইওে ।।ঐ তুই হইলি আ’র বন্ধুর বাশি মনেরি আশা তোরে ছারা হন

লনটন

লনটন › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকা

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

ভালো সে তো আমার মনে।কে আমাকে ভালো থাকাবে।আমি যদি না থাকি ভালো।কাও কে ভালোবাসলে কিংবা কেও ভালোবাসলে ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নাই।ভালো থাকাটা আপেক্ষিক।আপনি যদি চান শত কষ্ট এর মাঝে ও ভালো থাকতে পারেন।মন কে জিজ্ঞাস করুন কেন মন ভালো নাই।কে আপনার মন ভালো না থাকার পিছনে আছে।খুঁজে বের করুন কারণ,কি করেলে খারাপ হয় আর কি না করলে ভালো থাকবেন চিন্তা করে দেখেন।ভালো লাগে না ভালো লাগে না বলে বসে থাকবেন না।আপনের ভালো আপনের মাঝে বিরাজমান,কিন্তু আমরা তা দেখতে পাই না কিংবা খুজি না।সব সময় খালি অন্যকে দুষারোপ করি নিজে ভালো না থাকার জন্য।কেন খালি অন্য কে দুষারোপ করি নিজের দূষে নিজেই তো পচে মরছি।আমার অন্যের ভালো থাকা কখনো চোখে দেখতে পারি না।চোখ খস খস করে।তাই তো অন্যের ক্ষতি করতে গিয়া নিজের ক্ষতি করে ফেলি।ভালবাসার মানুষ বলেন আর অন্য যে কেউ আপনের ভালো লাগাতে পারে কিন্তু ওই ভালো লাগাটার মাঝে এক ধরনের কৃত্রিমতা থাকবেই তার চাইতে নিজের ভালো নিজেই খুঁজে নিয়া অনেক ভালো।তাতে আপনের ভালো তা আপনারই থাকলো,আর কারো মুখাফিকি হতে হলো না ,ভালো থাকবেন সবাই ...........................................................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.