![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষার প্রথম বৃষ্টির জলে ধুয়ে গেল মনের
অজানা কষ্ট গুলো
নতুন করে ফিরে পেলাম আমাকে
আজ আবার বেচে থাকার নতুন স্বপ্ন দেখছি
আমি যে কষ্ট গুলো এতদিন
ধরে জমেছিল মনের মাঝে
তা আজ বৃষ্টির জলের কাছে পরাজিত হলো
কথাটা ভাবতে
কেমন যেন এক অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছি
নিজের মাঝে অন্য রকম করে
নিজেকে খুজে পাচ্ছি অন্য ভাবে
খুশির জোয়ারে ভেসে
আমি খুঁজে পেলাম তোমাকে
আমি কখনো কষ্টের জলে যাও
যদি তুমি ভিজে যাও
দিয়ো না আমায় পর করে
তুমি আমার অনেক নির্ঘুম রাতের পরে দেখা নতুন ভোর
শুভ সকাল .......
©somewhere in net ltd.