নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা

কইলজার ভিতর গাতি রাইখম তোয়ারে, সিনার লগে বাধি রাইখম তোয়ারে ও ননাইরে ।।ঐ।।২ তুই হইলা আ’র কইলজার বডু– পরানের আধান. তোরে ছারা না ঠিকের বৈদেশত পরান ।।২ আর কোন দিন নাযায়ুউম আই’য়।। ২ তোয়াওে ছারিয়ারে ও ননাইওে ।।ঐ তুই হইলি আ’র বন্ধুর বাশি মনেরি আশা তোরে ছারা হন

লনটন

লনটন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১০

আজ লিখছি অনেক দিন পর লিখছি!

না লিখে পারলাম না,

আষাঢ়ের প্রথম বৃষ্টি হচ্ছে ।

বৃষ্টি আমার খুব প্রিয়ো।

বৃষ্টি হলেই ভিজতে ইচ্ছে করে,

মনে পড়ে সেই ছোট বেলার

দুরন্তপনা খালি গায়ে বৃষ্টিতে ভিজে কাদামাট

ছোড়াছুড়ি ......খুব মনে পড়ে।

ফিরে যেতে ইচ্ছা করে।

যাক সে কথা,

বৃষ্টি হচ্ছে বাহিরে,প্রচুর বৃষ্টি,

মেঘলা আকাশ-ভাবগুলো মনেতে করেছে ভর।

মেঘের আকাশ, আঁধার হল ঘর।এই মুহুর্তে কবিগুরুর

সেই কবিতা মনে সুরেবার বলতে ইচ্ছে করে। " এমন

দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়।এমন

দিনে মন খোলা যায়- এমন মেঘস্বরে বাদল

ঝরঝরে .......... " আচমকা বৃষ্টিয় যেনো মুগ্ধ

আমি… দমকা বাতাস-আজ করেছে আমায় পর।

অতীতের মাঝে আমি যাচ্ছি হারিয়ে!

বৃষ্টির ছটা, বাতাসের চাপ,

যাচ্ছে আমার হিয়ার

মাঝে নাড়া দিয়ে,

পড়ছে মনে অতীতের

উষ্ণতাপ! —

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.